কানে থাকা অবস্থায় বিস্ফোরণসহ জ্বলে উঠল ব্লু-টুথ হেডফোন। মর্মান্তিক মৃত্যু হল ২৮ বছর বয়সী এক যুবকের।ঘটনাটি রাজস্থানের জয়পুরের। মৃতের নাম রাকেশকুমার নাগার। উদয়পুরিয়া গ্রামে তাঁর বাড়ি।জয়পুর পুলিশ সূত্রে খবর, শুক্রবার নিজের ঘরে বসে পড়াশোনা করছিলেন রাকেশ। অনেকেই অঙ্ক করার সময়ে কানে হেডফোন দিয়ে করতে পছন্দ করেন। সেরকমই করছিলেন তিনি। হেডফোন একই সঙ্গে চার্জিংয়ের তার দিয়ে চার্জও হচ্ছিল। এমন সময়েই ঘটে বিস্ফোরণ।প্রবল বিস্ফোরণে রাকেশ জ্ঞান হারান। পরিবারের সদস্যরা এসে দেখে চমকে ওঠেন। তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।চিকিত্সকদের কথায়, রাকেশের দুটি কানই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান তাঁরা।গত ফেব্রুয়ারিতেই বিয়ে হয় রাকেশের। বেসরকারি কাজের পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সামনেই তাঁর পরীক্ষায় বসার কথা ছিল।সতর্ক থাকুন:>>> ফোন হোক বা হেডফোন, চার্জ দেওয়ার সময়ে ব্যবহার করবেন না।>>>প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে চার্জ দেবেন না।>>>ফোন বা হেডফোন গরম মনে হলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। টেবিল ফ্যানের সামনে রেখে ঠান্ডা করুন।>>>সংস্থার নির্দিষ্ট চার্জার ছাড়া চার্জ দেবেন না। >>> সস্তা, অজানা ব্র্যান্ড এড়িয়ে চলুন।>>> সংস্থার সার্ভিস সেন্টার ছাড়া সারাতে যাবেন না।