নতুন সাতটি বুলেট ট্রেন চালু করার জন্য বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরি করছে রেল। এই নতুন ট্রেনের মধ্যে হাওড়া থেকে বারাণসী বুলেট ট্রেনও রয়েছে। সম্প্রতি এই কথা সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।রেল সূত্রে খবর, যে সাতটি বুলেট ট্রেন প্রকল্প চালু করার কথা ভাবনাচিন্তা করছে রেল, সেগুলি হল দিল্লি–বারাণসী, দিল্লি–অমৃতসর, দিল্লি–আহমেদাবাদ, মুম্বাই–নাগপুর, মুম্বাই–হায়দরাবাদ, চেন্নাই–বেঙ্গালুরু–মহীশূর ও হাওড়া–বারাণসী। ইতিমধ্যে নয়াদিল্লি–বারাণসী বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট জমা দিয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড। মুম্বাই থেকে নাগপুর হাই স্পিড করিডরের রিপোর্ট প্রায় তৈরি হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি সেই রিপোর্ট পেশ করা হবে। ইতিমধ্যে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে মুম্বাই থেকে আহমেদাবাদ এই বুলেট ট্রেন প্রকল্পের কাজটি খুবই ধীর গতিতে এগোচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০৩০–কে সামনে রেখে ভারতীয় রেল ন্যাশনাল রেল প্ল্যান তৈরি করছে। যাত্রী পরিষেবা ও পণ্য পরিষেবার ক্ষেত্র যাতে বাড়ানো যায় সেকথা মাথায় রেখেই যাবতীয় পরিকল্পনা করছে রেল। নতুন বুলেট ট্রেন প্রকল্পের মধ্যে মহীশূরকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। চেন্নাই থেকে মহীশূরের মধ্যে বুলেট ট্রেন চালু হয়ে গেলে মাত্র আড়াই ঘণ্টায় চেন্নাই থেকে মহীশূরে পৌঁছোনো সম্ভব হবে। এখন অবশ্য চেন্নাই থেকে মহীশূরে যেতে শতাব্দীর মতো ট্রেনের ১০ ঘণ্টা সময় লাগে। তবে বুলেট ট্রেনে এই ৪৩৫ কিলোমিটার দুরত্ব অত্যন্ত কম সময়ে পৌঁছে যাবে।