২০২২এর উত্তর প্রদেশ নির্বাচনকে সামনে রেখে এবার আমেথির সঙ্গে পুরানো সম্পর্ককে আরও একবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরাসরি মোদীকে নিশানা করে রাহুল শুরু করেছেন একাধিক কর্মসূচি। জগদীশপুর থেকে হরিমউ পর্যন্ত প্রায় ৬ কিমি পদযাত্রায় অংশ নেন রাহুল। ২০১৯এর লোকসভা ভোটে এই আমেথিতেই তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে পর্যদুস্ত হয়েছিলেন। তবে কেরল থেকে শেষ পর্যন্ত তিনি জয়ী হওয়ার জেরে মানরক্ষা হয়েছিল কংগ্রেসের।এদিকে বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রাহুল আমেথির মাটিতে বার বারই ফিরে যেতে চাইছেন সেই পুরানো সেই দিনের কথাতে। বাবা রাজীব গান্ধীর সঙ্গে আমেথির পুরানো সম্পর্কের কথাও তুলে আনেন তিনি। আমাদের সম্পর্ক আরও দীর্ঘতর হবে, প্রবল করতালির মধ্য়ে জানিয়ে দেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কিছুদিন আগে আমাকে বলেছিল লখনউতে একটি মিটিং করার জন্য। আমি বোনকে বলেছিলাম লখনউতে যাওয়ার আগে আমি আমেথিতে আমাদের বাড়িতে যাব। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলতে চাই। সেই ২০০৪ সালে আপনারাই আমাকে জিতিয়েছিলেন। এমনকী কংগ্রেসের আমলে কীভাবে এলাকায় উন্নয়ন হয়েছিল সেকথাও তুলে ধরেন রাহুল। পাশাপাশি যোগী আদিত্যনাথ, রাজনাথ সিংকে দূরে রেখে বারানসীতে মোদীর একা একা গঙ্গাস্নান নিয়েও কটাক্ষ করেন রাহুল। তিনি বলেন, হিন্দুরা তো একসঙ্গে গঙ্গাস্নান করেন। এই প্রথম দেখলাম কেউ একা একা গঙ্গাস্নান করেন।