Rahul Gandhi's comment on Chhattisgarh CM: 'আদানির জন্যে কাজ করেন CM', ছত্তিশগড়ে মন্তব্য রাহুলের, 'কান লাল' কংগ্রেসের
1 মিনিটে পড়ুন Updated: 30 Oct 2023, 08:47 AM ISTছত্তিশগড়ে গিয়ে নিজের দলের মুখ্যমন্ত্রীকে নিয়েই আলটপকা মন্তব্য করে বসলেন রাহুল গান্ধী। জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, 'এই রাজ্যের মুখ্যমন্ত্রী (ভূপেশ বাঘেল) আদানির হয়েই কাজ করেন।' সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভূপেশ নিজেও। রাহুল এই কথা বলতেই তিনি কংগ্রেস সাংসদের দিকে হতবাক দৃষ্টিতে তাকান।

ভূপেশ বাঘেল এবং রাহুল গান্ধী