বাংলা নিউজ > ঘরে বাইরে > Qatar releases ex-Indian Navy officials: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন ৮ ভারতীয় নৌসেনা অফিসারকে ছাড়ল কাতার, মোদীদের-ম্যাজি
পরবর্তী খবর
Qatar releases ex-Indian Navy officials: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন ৮ ভারতীয় নৌসেনা অফিসারকে ছাড়ল কাতার, মোদীদের-ম্যাজি
1 মিনিটে পড়ুন Updated: 12 Feb 2024, 06:26 AM ISTAyan Das
বড় কূটনৈতিক জয় পেল ভারত। নরেন্দ্র মোদী এবং এস জয়শংকরদের কূটনৈতিক সাফল্যে মুক্তি পেলেন কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌসেনার আটজন প্রাক্তন অফিসার। তাঁদের মধ্যে সাতজন ইতিমধ্যে ভারতে ফিরে এসেছেন। বাকি একজনকে ফেরানোর তোড়জোড় চলছে।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। (ছবি সৌজন্যে, এক্স @DrSJaishankar)
মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নৌসেনার প্রাক্তন আট অফিসারকেই মুক্তি দিল কাতার। তাঁদের মধ্যে সাতজন ইতিমধ্যে ভারতে ফিরে এসেছেন বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সোমবার রাতের দিকে (ইংরেজি মতে) ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করা আটজন ভারতীয়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। যাঁদের কাতারে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে সাতজন ভারতে ফিরে এসেছেন। এই নাগরিকদের মুক্তি দেওয়া এবং তাঁদের ঘরে ফেরানোর জন্য কাতারের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রশংসা করছি আমরা।’
আর সেই ঘটনাকে নরেন্দ্র মোদী এবং এস জয়শংকরদের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ কাজটা অত্যন্ত কঠিন ছিল। কারণ ডুবোজাহাজ সংক্রান্ত বিষয়ে গুপ্তচরবৃদ্ধির অভিযোগে ২০২২ সালের অক্টোবর কাতারে জেল হয়েছিল ভারতীয় নৌসেনার আট প্রাক্তন অফিসারের। পরবর্তীতে ২০২৩ সালের ২৬ অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল কাতারের আদালত। যে রায়কে 'অত্যন্ত মর্মান্তিক' বলে অভিহিত করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। সেইসঙ্গে ভারতীয়দের মুক্তির জন্য যাবতীয় আইনি সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল।
সেইমতো ভারতীয় বিদেশ মন্ত্রকের সহায়তায় মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আদালতে আপিল করেছিলেন ভারতীয় নৌসেনার আট প্রাক্তন অফিসার। যে আবেদনের ভিত্তিতে ডিসেম্বরের শেষের দিকে তাঁদের মৃত্যুদণ্ডের সাজা রদ করে দেয় কাতারের আদালত। নির্দেশ দেওয়া হয় কারাদণ্ডের। তবে সেখানেই থেমে যাননি জয়শংকররা। ভারতীয় নৌসেনার আট প্রাক্তন অফিসারকে দেশে ফেরানোর জন্য যাবতীয় পদক্ষেপ করতে থাকেন।
সেই রেশ ধরে ২০১৫ সালে ভারত এবং কাতারের মধ্যে হওয়া একটি চুক্তির প্রসঙ্গ উঠে আসে। আর শেষপর্যন্ত মোদী-জয়শংকরদের যাবতীয় কূটনীতির জয় হল। কারণ দেশে ফিরে এলেন ভারতীয় নৌসেনার আট প্রাক্তন অফিসার। অপরজনকেও দেশে ফেরানোর জন্য যাবতীয় তোড়জোড় করছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে আপাতত বিদেশ মন্ত্রকের কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ভারতীয় নৌসেনার প্রাক্তন আট অফিসারকে ছাড়ার জন্য জয়শংকরের তদ্বিরের মধ্যেই গত বছর ডিসেম্বরের গোড়ার দিকে দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকেই কাতারের আমির শেখ তামিম হামাদ আল-থানির সঙ্গে দেখা করেছিলেন মোদী। কাতারে থাকা প্রবাসী ভারতীয়দের যাতে কল্যাণ হয়, তার উপর জোর দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। কূটনৈতিক মহলের মতে, ভারতীয় নৌসেনার প্রাক্তন আট অফিসারের মুক্তির ঘটনায় সেই বৈঠকের বড় একটা অবদান আছে।