সমাজ মাধ্যমে মহানবী হজরত মহম্মদের হিজরত নিয়ে মানহানিকর পোস্ট করার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে।বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক শিশির ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবার সেই শিক্ষকের শাস্তির দাবিতে সরব স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সংগঠন। তবে ওই শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই পোস্টটি তিনি করেছিলেন কি না তার সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
তাঁকে বরখাস্ত করা, শিক্ষক পদ বাতিল ও কঠোর শাস্তির দাবিতে সরব বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, অধ্যাপক শিশির ভট্টাচার্য তাঁর ফেসবুক পেজে মহানবীর ঐতিহাসিক হিজরত নিয়ে জঘন্যতম কটূক্তি করেছেন। এর আগে গত ২৩শে অক্টোবরও তিনি একই বিষয়ে কটূক্তি করেছিলেন। এরপরই এনিয়ে তীব্র প্রতিবাদে মুখর হয়েছেন পড়ুয়ারা।
তাঁদের দাবি, শিশির ভট্টাচার্যের অধ্য়াপক পদ বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়কে তাঁর বিরুদ্ধে মামলা করতে হবে।তাঁকে দেশে ফিরিয়ে এনে তাঁর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও সংবিধানের মধ্যে মহানবীর বিষয়টি সর্বাগ্রে, সর্বোচ্চ মর্যাদায়, সবার উপরে রাখতে হবে ও তাঁর আদর্শকেন্দ্রিক সংবিধান সংস্কার করতে হবে।
শিশির ভট্টাচার্যের বরখাস্তের দাবিতে সরব সংগঠনের নেতৃত্ব। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। ইসলাম ও নবীজির বিরুদ্ধে কটূক্তি করা রাষ্ট্রদ্রোহের শামিল। রাষ্ট্রের উচিত এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।