কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে। বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই আন্দোলনের অন্যতম মুখ হলেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে তিনিও রয়েছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম। এই অবস্থায় বাংলাদেশকে নিয়ে তাঁর কি পরিকল্পনা রয়েছে সে বিষয়টি জানালেন ছাত্রনেতা। তিনি জানিয়েছেন, তাঁদের লক্ষ্য হল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার এবং আগামী দিনে ক্ষমতা হস্তান্তরে সুষ্ঠু প্রক্রিয়া তৈরি করা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন নাহিদ ইসলাম।
আরও পড়ুন: বাংলাদেশ ফেরত ট্রাকে করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, হিলিতে হাতে নাতে ধরল BSF
হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের চরম অরাজকতা শুরু হয়। দিকে দিকে আক্রান্ত হচ্ছে নাগরিক থেকে শুরু করে সংখ্যালঘুরা। এই অবস্থায় নাহিদ জানান, নতুন সরকারের প্রথম কাজ হবে দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। তিনি জানান, যে দাবি নিয়ে কয়েকশো মানুষ মারা গিয়েছেন সেই দাবিও পূরণ করা হবে। নাহিদ মনে করেন এতদিন বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত ছিল না। তাই নতুন অন্তর্বতী সরকারের প্রথম লক্ষ্য হল এমন একটি নতুন বাংলাদেশ গঠন করা, যেখানে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। তিনি জানান, কোনওভাবেই যাতে স্বৈরতন্ত্র ফিরতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করা হবে। তিনি মানুষের জীবনের নিরাপত্তা, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার বজায় রাখার ওপর জোর দেন। অন্যদিকে, এর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলাকে মজবুত করতে সংস্কারের পাশাপাশি আহত পড়ুয়াদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। একইসঙ্গে, বাংলাদেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে পড়ুয়াদের শিক্ষামুখী করে তোলার ওপরেও নতুন সরকার গুরুত্ব দিচ্ছে বলে নাহিদ জানান।
ছাত্রনেতা মনে করেন, এতদিন দেশে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনও সুষ্ঠু প্রক্রিয়া ছিল না। তারফলে এতদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাই আগামী দিনে যেন এরকমটা না হয় তার একটা রূপরেখা এই সরকার তৈরি করবে বলে জানান নাহিদ।একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের মেয়াদ এই সমস্ত কাজের উপর নির্ভর করবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এদিকে, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি সংসদভিত্তিক হওয়া উচিত বলেই মত প্রকাশ করেছেন নাহিদ।