'গ্লোবাল সাউথ দ্বৈত নীতির শিকার।' ব্রাজিলে ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করেছেন।ব্রাজিলের রিও শহরে মডার্ন আর্ট মিউজিয়াম ঘুরে দেখার পরেই ব্রিকস শীর্ষ সম্মেলনে গিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী।
ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পৌঁছানোর পর, প্রধানমন্ত্রী মোদীকে সেখানকার ভারতীয় সম্প্রদায় উষ্ণ এবং প্রাণবন্ত অভ্যর্থনা জানিয়েছে। প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী প্রার্থনার গানের একটি সঙ্গীত পরিবেশনাও উপভোগ করেছেন। পরে ব্রিকস সম্মেলন থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, উন্নয়ন, সম্পদের বন্টন বা নিরাপত্তা-সম্পর্কিত বিষয়গুলির ক্ষেত্রে গ্লোবাল সাউথ দ্বৈত নীতির শিকার হয়েছে।এরপরেই বিশ্ব নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভারত ব্রিকস দেশগুলির সঙ্গে সমস্ত বিষয়ে গঠনমূলক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন, ভারত সর্বদা নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে মানবতার স্বার্থে কাজ করাকে নিজের দায়িত্ব বলে মনে করে।
আরও পড়ুন-লোহিত সাগরে বড় হামলা! জাহাজে গ্রেনেড বর্ষণ, নেপথ্যে কোন গোষ্ঠী?
ব্রিকসের সম্প্রসারণ সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, নতুন বন্ধুদের যোগদান প্রমাণ করে যে এই সংগঠনের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে।মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস ২০২৪ সালে সম্প্রসারিত হয়।এতে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীকে অন্তর্ভুক্ত করা হয়।এবং ইন্দোনেশিয়া ২০২৫ সালে ব্রিকসে যোগ দেয়।মূলত, মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত শক্তি হিসাবে ভূ-রাজনৈতিক পরিসরে মাথা চাড়া দেয় এই সংগঠন। চলতি বছর যার তাৎপর্য অনেকটাই।তবে এবার ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেননি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আরও পড়ুন-লোহিত সাগরে বড় হামলা! জাহাজে গ্রেনেড বর্ষণ, নেপথ্যে কোন গোষ্ঠী?
এদিন ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর ব্রিকস সম্মেলনের ‘মিটিং পয়েন্টে’ পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে ততক্ষণে উপস্থিত হয়েছিলেন বিশ্বের আর সকল রাষ্ট্রনেতারাও। সেখানে হাতে হাত মিলিয়ে ছবি তুলতেও দেখা যায় রাষ্ট্রনেতাদের। প্রত্যেকের সঙ্গেই ব্যক্তিগত ভাবে দেখা করেন মোদী।নিজের এক্স হ্যান্ডেলে রবিবার সেই সম্মেলনের প্রসঙ্গে দু-কথা লিখে ছবি তুলে ধরতে দেখা যায় তাঁকে। মোদী লেখেন,‘রিও-দে-জেনেরিওতে এই বছর ব্রিকস সামিট আয়োজনের জন্য প্রেসিডেন্টের লুলার কাছে আমি কৃতজ্ঞ। এই শীর্ষ সম্মেলন বিশ্বের অর্থনৈতিক শক্তি ও সহযোগিতার প্রতীক।’