বাংলা নিউজ > ঘরে বাইরে > President Murmu at Budget Session 2023: 'আগে নিজের সমস্যা মেটাতে বিশ্বের উপর নির্ভর করত ভারত, মোদীর আমলে উলটো হচ্ছে'
পরবর্তী খবর
President Murmu at Budget Session 2023: 'আগে নিজের সমস্যা মেটাতে বিশ্বের উপর নির্ভর করত ভারত, মোদীর আমলে উলটো হচ্ছে'
1 মিনিটে পড়ুন Updated: 31 Jan 2023, 11:47 AM ISTAyan Das
President Murmu at Budget Session 2023: বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, '২০৪৭ সালের মধ্যে আমাদের এমন ভারত তৈরি করতে হবে, যে ভারতে অতীতের সব গৌরব কথা থাকবে এবং আধুনিকতার সোনার অধ্যায় থাকবে। আমাদের আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে এবং নিজস্ব চাহিদা পূরণ করতে পারবে।'
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। (ছবি সৌজন্যে সংসদ টিভি)
আগে নিজেদের সমস্যা সমাধানের জন্য বিশ্বের দিকে তাকিয়ে থাকত ভারত। নরেন্দ্র মোদী সরকারের আমলে সেই ধারা পালটে গিয়েছে। এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে সমস্যা সমাধানের মাধ্যম হয়ে উঠেছে। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মঙ্গলবার বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বলেন, ‘কয়েক মাসের মধ্যেই আমার সরকারের নয় বছর পূর্ণ হবে। ওই নয় বছরে দেশবাসী অনেক পরিবর্তনের সাক্ষী থেকেছেন। সেই পরিবর্তনগুলির অন্যতম হল - আজ প্রত্যেক ভারতীয়র আত্মবিশ্বাস শিখরে আছে। ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি পালটে গিয়েছে। যে ভারত নিজের অধিকাংশ সমস্যা সমাধানের জন্য অন্যদের উপর নির্ভর করত, আজ সেই ভারত অন্যদের সমস্যার সমাধানের মাধ্যম হয়ে উঠছে।’
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি কী কী বললেন?
১) রাষ্ট্রপতি: ২০৪৭ সালের মধ্যে আমাদের এমন ভারত তৈরি করতে হবে, যে ভারতে অতীতের সব গৌরব কথা থাকবে এবং আধুনিকতার সোনার অধ্যায় থাকবে। আমাদের আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে এবং নিজস্ব চাহিদা পূরণ করতে পারবে। যে ভারতে দারিদ্র্যতা থাকবে না। যেখানে মধ্যবিত্তরা ভালো থাকবেন। যে ভারতে যুবপ্রজন্ম এবং মহিলা সমাজ ও দেশকে নেতৃত্ব দেবে। যে দেশের যুবশক্তি সবসময় দু'কদম এগিয়ে থাকবে।
২) রাষ্ট্রপতি মুর্মু: 'গরিবি হটাও' স্রেফ স্লোগান হিসেবে পড়ে নেই। দারিদ্র্যতার সমস্যা স্থায়ীভাবে কাটানোর জন্য আমার সরকার কাজ করে চলেছে এবং তাঁদের ক্ষমতায়নের কাজ করছে।
৩) রাষ্ট্রপতি মুর্মু: দুর্নীতি নিয়ে আমার সরকারের অবস্থান একেবারে স্পষ্ট। আমার সরকারের মতে, গণতন্ত্র ও সামাজিক বিচারের সবথেকে বড় শত্রু হল দুর্নীতি। আর্থিক কারচুপিতে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আমার সরকার আইন পাশ করেছে।
৪) রাষ্ট্রপতি: আজ দেশে স্থিতিশীল, নির্ভীক সরকার আছে। যে সরকার কোনও সিদ্ধান্ত নিতে পিছপা হয় না। যে সরকার দেশের বড় স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছে।
৫) রাষ্ট্রপতি: আমরা করোনাভাইরাস মহামারীর সময় দেখেছিলাম যে পুরো বিশ্বে কীভাবে গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। কিন্তু ভারত সরকার গরিব মানুষদের জন্য এগিয়ে এসেছিল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিল, যাতে গরিব মানুষদের খালি পেটে ঘুমোতে না চান। আজ যে প্রকল্পের প্রশংসা করছে পুরো বিশ্ব। প্রযুক্তি ব্যবহারের ফলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ওই প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে।
৬) রাষ্ট্রপতি মুর্মু: বিশ্বের যেখানে-যেখানে রাজনৈতিক অস্থিরতা আছে, সেখানে বড়সড় সংকট তৈরি হয়েছে। জাতীয় স্বার্থে আমার সরকার যে সব সিদ্ধান্ত নিয়েছে, তার জেরে অন্যান্য দেশের তুলনায় ভারত ভালো জায়গায় আছে।