সোশ্যাল মিডিয়ার দৌলতে সন্ত প্রেমানন্দ মহারাজ এখন সকলের পরিচিত নাম। তাঁর সান্নিধ্য পেতে দেশ-বিদেশ থেকে ছুটে আসেন ভক্তরা। সম্প্রতি তাঁর একটি পদযাত্রার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিয়ো থেকে জানা যাচ্ছে, গভীর রাতে ভক্তদের দর্শন দিতে করসেবকদের সঙ্গে বেরিয়েছিলেন সন্ত প্রেমানন্দ মহারাজ। তারপর আচমকা যা ঘটল তাতে রীতিমতো ভয় পেয়েছেন তিনি।
মহারাজ প্রতিদিনের মতোই ভোরে আশ্রমে যাওয়ার পথে হঠাৎই এক বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হন। প্রেমানন্দ জানান, তিনি যখন আশ্রমের প্রবেশদ্বারের কাছে পৌঁছান, তখনই একটি বড় আকৃতির ষাঁড় তাঁর সামনে উপস্থিত হয়। ষাঁড়টি দেখে তিনি প্রথমে ভয় পেয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে স্থির হন। যদিও স্বেচ্ছাসেবকরা তাঁকে ওই ষাঁড়টির হাত থেকে বাঁচিয়েছেন।
আরও পড়ুন - স্যালাইন কাণ্ডে অভিযুক্ত জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার মমতার, তবুও বললেন, ‘গাফিলতি ছিল’
জানা গিয়েছে, প্রতিদিন রাত ২টো নাগাদ পদযাত্রায় বের হওয়ার কারণে এলাকাবাসীরা প্রতিবাদ জানায়। মূলত এনআরআই গ্রিন সোসাইটির বাসিন্দাদের মধ্যে থেকেই উঠে আসে এই আপত্তি। এই ঘটনার জেরে সন্ত প্রেমানন্দ নিজের পদযাত্রা বন্ধ করে দিয়েছিলেন। ফলে ভক্তরাও দর্শন না পাওয়ায় নিরাশ হন।
যদিও কিছুদিন পর এনআরআই গ্রিন সোসাইটির প্রেসিডেন্ট প্রেমানন্দের কাছে ক্ষমা চান এবং পদযাত্রা আগের মতোই সচল রাখার অনুরোধ জানান। এরপর থেকে আবার গতানুগতিক সময়েই শিষ্যদের সঙ্গে করে মথুরা আশ্রম থেকে শ্রীরাধাকালী কুঞ্জ আশ্রমের দিকে পদযাত্রায় বের হন মহারাজ। পুনরায় মহারাজের দর্শন পাওয়ায় খুশি হয়েছেন ভক্তরা।
আরও পড়ুন - ‘এখান থেকে ভাঙিয়ে অন্য সংগঠন করছে’, বিজেপি সাংসদের মন্তব্যে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে
মূলত মাঝরাতে পদযাত্রা বের হওয়ায় ভজন-কীর্তনের প্রচন্ড আওয়াজে হয়রানি হচ্ছিল এলাকাবাসীদের। সেই কারণেই তারা অভিযোগ করেছিলেন। এই ঘটনাটির জেরেই বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতে থাকে ভিডিয়োটি।