কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ প্রকল্পের সূচনা করেন নরেন্দ্র মোদী। ২০২৩ সালের ১৫ নভেম্বর এই যাত্রা শুরু হয়। তখন থেকেই প্রধানমন্ত্রী নিয়মিত উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন। যা প্রচারের অংশ।
Ad
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ANI Photo)
ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেটা সরকারি প্রকল্প ঘোষণা থেকে শুরু করে শিলান্যাস–সহ নানা যোজনা নিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলা এবং জনসভার মধ্যে দিয়েই অব্যাহত রেখেছেন। তৃতীয় দফায় কেন্দ্রীয় সরকারে আসা বেশ কঠিন বলেই মনে করছেন বিজেপি নেতারা। সে কথা জানেন স্বয়ং প্রধানমন্ত্রীও। তাই এভাবে প্রচার করতে শুরু করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখের মধ্যে দেশের প্রায় সব ক’টি গুরুত্বপূর্ণ রাজ্যে অন্তত একবার বা দু’বার নিয়ে গিয়ে জনসভা করাতে চায় বিজেপি বলে সূত্রের খবর।
এদিকে এই প্রচারের লক্ষ্যে দক্ষিণ ভারতে সফর সেরে ফেলেছেন নরেন্দ্র মোদী। আগামী ১৩ জানুয়ারি বিহারে গিয়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী বলে বিজেপি সূত্রে খবর। আর কয়েকদিনের মধ্যে নিজের রাজ্য গুজরাটেও যাবেন। সেখানে যাওয়ার আগে ভিডিয়ো মাধ্যমে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র উপভোক্তাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারি প্রকল্প–সহ নানা ঘোষণা এই সভা–সমাবেশের মধ্য দিয়ে করবেন প্রধানমন্ত্রী। প্রচার পর্ব চলাকালীন বাংলায় কবে আসবেন? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর দাবি করছেন, ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ গোটা দেশের যাত্রা। সুতরাং কেন্দ্রীয় সরকারকে সামনে না রেখে দেশের ভাবাবেগকে উসকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘মোদীর গ্যারান্টির গাড়ি প্রত্যেকের দরজা এবং দেশের প্রত্যেকটি কোনায় পৌঁছচ্ছে। সব গরিব মানুষ সরকারের প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য সারাজীবন অপেক্ষা করেছেন। তাঁরা আজ পরিবর্তন দেখতে পাচ্ছেন। সরকার উপভোক্তাদের দুয়ারে পৌঁছচ্ছে এবং সুবিধা দিচ্ছে।’ অর্থাৎ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই দেনা–পাওনার কথা বলতে শুরু করেছেন প্রধানমন্ত্রী। তাই আয়ুষ্মান যোজনার কথা থেকে শুরু করে বিনামূল্যে ডায়ালিসিস এবং জনঔষধি কেন্দ্রের ব্যবস্থার কথা তুলে ধরা হয়েছে। উজ্জ্বলা যোজনা, মুদ্রা যোজনা প্রকল্প, কৃষক সম্মান নিধি প্রকল্পের কথাও তুলেছেন মোদী।
এছাড়া কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ প্রকল্পের সূচনা করেন নরেন্দ্র মোদী। ২০২৩ সালের ১৫ নভেম্বর এই যাত্রা শুরু হয়। তখন থেকেই প্রধানমন্ত্রী নিয়মিত উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন। যা প্রচারের অংশ। আগামী ১২ জানুয়ারি মোদীর মহারাষ্ট্রে যাওয়ার কথা। সেখানে ‘মুম্বই ট্রান্স হার্বার লিংক’–এর উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। আবার নাসিকে জাতীয় যুব উৎসবের উদ্বোধন করবেন। সব শেষে রোড শো হতে পারে প্রধানমন্ত্রীর।