বাংলা নিউজ > ঘরে বাইরে > PM on Independence Day 2023: রাজস্থানি স্টাইলের পাগড়ি পরে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী, এর বৈশিষ্ট্য জানেন কি
পরবর্তী খবর
PM on Independence Day 2023: রাজস্থানি স্টাইলের পাগড়ি পরে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী, এর বৈশিষ্ট্য জানেন কি
2 মিনিটে পড়ুন Updated: 15 Aug 2023, 12:00 PM ISTSuman Roy
PM on Independence Day 2023: স্বাধীনতা দিবসের মঞ্চে তাক লাগল প্রধানমন্ত্রীর পোশাকে। রাজস্থানের ঐতিহ্যের ছোঁয়া পাওয়া গেল তাঁর সাজে।
স্বাধীনতা দিবসের মঞ্চে প্রধানমন্ত্রীর সাজ
৭৭তম স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল সম্পূর্ণ অন্য সাজে। এই দিন লাল কেল্লায় তাঁকে ভাষণ দিতে দেখা যায় রাজস্থানি পোশাকে। এই দিন ঘিয়ে রঙের কুর্তা, সাদা ট্রাউজারের সঙ্গে তার মাথায় ছিল একাধিক রঙের কাপড়ে তৈরি একটি বিশেষ রাজস্থানি পাগড়ি। পাগড়ির রংই মন কেড়েছে সবার।
এই দিন লাল কেল্লায় বক্তৃতা দিতে আসার আগে রাজঘাট গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকে লাল কেল্লা এসে পৌঁছান। তার পর নিজের বক্তৃতা রাখতে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু পাগড়ি নয়, পরনের ঘিয়ে রঙের কুর্তা, সাদা ট্রাউজারও ও স্কোয়্যার পকেটের জ্যাকেটও নজর কেড়েছে সবার। পোশাক নিয়ে বরাবরই পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। স্বাধীনতা দিবসের দিন কোন সাজে তাঁকে দেখা যাবে, সেই নিয়েও জল্পনা চলছিল। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে জিতে আসার পর থেকে প্রতি বছর এই দিন অভিনব সাজে দেখা যায় তাঁকে। প্রথম থেকেই পাগড়ির ব্যাপারে বেশ সতর্ক তিনি। বছর বছর পাগড়িতেই আলাদা চমক রাখেন তিনি। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। যেমন গত বছর তার পাগড়িতে ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের মিশেল ছিল। সাদা রঙের উপর গেরুয়া ও সবুজ রঙের কাজ করা ছিল সেই পাগড়ি।
২০২১ সালের পাগড়ি ছিল কিছুটা আলাদা। সেবার একটি গেরুয়া রঙের উপর লাল রঙের কারুকাজ করা পাগড়ি পরেই ভাষণের মঞ্চে ওঠেন দেশের প্রধানমন্ত্রী। তেমনই আলাদা ছিল ২০২০ সালের স্বাধীনতা দিবসের সাজ। দুই বছর আগে করোনার মধ্যে স্বাধীনতা দিবসের দিন তাঁর মাথায় ছিল গেরুয়ার উপর ক্রিম রঙের কাজ করা পাগড়ি। ২০২৩ সালে দশমবার দেশের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী। এই দিন ভি শেপের জ্যাকেটের সঙ্গে মানানসই হিসেবেই পাগড়ির রং বেছে নিয়েছিলেন হালকা হলুদ। অন্যদিকে পাগড়ির সঙ্গে ছিল দীর্ঘ পুচ্ছ। যার রঙের মধ্যে ছিল লাল, সবুজের মেলবন্ধন।
পোশাক নিয়ে বরাবরই পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। স্বাধীনতা দিবসের দিন কোন সাজে তাকে দেখা যাবে, সেই নিয়েও জল্পনা চলছিল। তবে এই দিনের পোশাক দেখে তাক লেগেছে অনেকেরই। প্রধানমন্ত্রী এদিন যে শুধুমাত্র সুন্দর সাজের জন্যই এমন পাগড়ি বেছে নিয়েছিলেন, তা নয়। অনেকেই বলছেন, এই পাগড়ি নির্বাচনের পিছনে আছে ইতিহাসকে স্বীকৃতি দেওয়ার বিষয়ও। কী সেটি?
বিশেষজ্ঞরা বলেন, রাজস্থানের এই পাগড়ি গোটা প্রদেশের ঐতিহ্যের প্রতীক। তবে রাজস্থানে এক প্রকার নয়, রয়েছে একশোরও বেশি ধরনের পাগড়ির ঐতিহ্য। আর তার সঙ্গে আছে রঙের বিষয়ও। প্রধানমন্ত্রী এদিন গেরুয়া রং প্রধান একটি পাগড়ি নির্বাচন করেছিলেন। বিশেষজ্ঞজের মতে, এই রঙের পাগড়ি পরিধান করা হয় সাধারণত উৎসবের সময়ে বা শুভ কাজে। ফলে স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে যে এমন একটি পাগড়িই প্রধানমন্ত্রী বেছে নেবেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
এক দশক ধরে প্রধানমন্ত্রী হিসেবে স্বাধানীতা দিবসে বারবার ভারতকে শ্রেষ্ঠত্বের কাছে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের স্বপ্ন পূরণের কথা বলেছেন মোদী। এবারেও প্রধানমন্ত্রী হিসেবে নিজের দশম স্বাধীনতা দিবসেও সেই একই বার্তা দিলেন প্রধানমন্ত্রী। আজ সকালে সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে লেখেন, 'সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকারকে ফের একবার তুলে ধরতে চাই আমরা। জয় হিন্দ!'