Viral Video: বিমানে সিট ছিনতাইয়ের অভিযোগ যাত্রীর বিরুদ্ধে! মাঝ আকাশে ধুন্ধুমার, ভিডিয়ো ভাইরাল
1 মিনিটে পড়ুন Updated: 09 May 2024, 07:05 PM ISTসহযাত্রীর কাশির চোটে বিমানে সিট বদল নিয়ে ধুন্ধুমার! মাঝ আকাশে ঘুষি-হাতাহাতি, ভিডিয়ো ভাইরাল।
সহযাত্রীর কাশির চোটে বিমানে সিট বদল নিয়ে ধুন্ধুমার! মাঝ আকাশে ঘুষি-হাতাহাতি, ভিডিয়ো ভাইরাল।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সিট নিয়ে চলন্ত বিমানের মধ্যে দুই যাত্রীর তুমুল মারপিট শুরু হয়ে গিয়েছে। ইভা এয়ারের বিমান যাচ্ছিল তাইওয়ান থেকে ক্যালিফোরনিয়ায়। সেই বিমানেই একটি সিট নিয়ে দুই যাত্রীর তুমুল মারপিট দেখা যায়। নিউ ইয়র্ক পোস্টের খবর বলছে ঘচনা মঙ্গলবারের। বিমানে এই ধুন্ধুমার মারপিটের কারণ, এক যাত্রী অন্য যাত্রীর সিট নিয়ে নেওয়া ঘিরে। অভিযোগ ওঠে, যাত্রী অপর যাত্রীর সিট ছিনতাই করার চেষ্টা করছেন।
জানা গিয়েছে, বিমান যখন মাঝ আকাশে, ঘড়ির কাঁটায় ১১.০৫ তখনই শুরু হয় বিপত্তি। এক যাত্রীর পাশে থাকা সহযাত্রী তখন খুবই কাশছিলেন। তখনই ওই যাত্রী নিজের সিট বদল করে নেন। তাঁর চোখে পড়ে বিমানে একটি সিট খালি রয়েছে। সেখানে বসতে যান ওই যাত্রী। বসেও পড়েন। এরপর সেই সিটের অধিকারী বিমানযাত্রী সেখানে আসেন। নিজের সিটে অন্য কাউকে বসতে দেখে রেগে আগুন হয়ে যান তিনি। ওই সিটের অধিকারী ব্যক্তি মুহূর্তে তাঁর জায়গায় বসা ব্যক্তিকে তুমুল মারধর করেন। মারধর খেয়ে চুপ থাকেননি অপরজন। তিনিও চালান হাত। এরপরই শুরু হয়ে যায় ধুন্ধুমার পরিস্থিতি। একে অপরকে ঘুষি মারতে থাকেন দুই ব্যক্তি।