শীতকালীন অধিবেশন চলছে সংসদে। আর সেখানেই কেন্দ্রীয় সরকারকে বেকায়দায় ফেললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্নবাণে নাকানিচোবানি খায় রেলমন্ত্রক। কারণ প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর সাধের ‘কবচ’ সিস্টেম নিয়ে তোলা নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারেনি রেলমন্ত্রক। প্রশ্নের উত্তর দিতে পারলেন না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমনকী গোপন করলেন তথ্যও। যাত্রী নিরাপত্তার প্রশ্নে বারবারই মুখ পুড়েছে রেলের। এবার তা সামনে চলে এল।
সংসদে লিখিত প্রশ্নে রেলমন্ত্রকের কাছে ডায়মন্ডহারবারের সাংসদ জানতে চান, ২০২১ –২২ থেকে ২০২৪–২৫ অর্থবর্ষে এই প্রযুক্তি চালু করতে কত টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, বাংলা ও রেলমন্ত্রীর রাজ্য ওড়িশার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রশ্ন করার পিছনে কারণ হল, একের পর এক বড় ট্রেন দুর্ঘটনার পরই সামনে এসেছে রেলের অপদার্থতা। ট্রেন দুর্ঘটনা এড়াতে রেলের পক্ষ থেকে যে কবচ প্রকল্প ব্যবহারের দাবি জানানো হয়েছে, সেই প্রকল্পের যথার্থতা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। এই আবহে আবার সামনে এসেছে মোদী সরকারের অপদার্থতা।
আরও পড়ুন: পূর্ত দফতরের একের পর এক প্লান্ট খারাপের অভিযোগ, স্কুলের মিড–ডে মিল রান্নার জল অমিল
রেল সুরক্ষার জন্য তৈরি কবচ প্রকল্পে বাংলার ট্রেনগুলির যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? প্রশ্ন তোলেন অভিষেক। কিন্তু উত্তর মিলল না রেলমন্ত্রীর। অভিষেক জানতে চেয়েছিলেন, গত তিনটি আর্থিক বছরে কবচ প্রকল্পে মোট কত টাকা খরচ করেছে এনডিএ সরকার। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথ্য গোপন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলে অভিযোগ। কারণ রেলমন্ত্রী যে জবাব দিয়েছেন তাতে টাকার অঙ্ক আছে ঠিকই, তবে নেই আর্থিক বছরগুলিতে দেওয়া টাকার ব্যাখ্যা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একটি প্রশ্ন ছিল—এখনও পর্যন্ত কত শতাংশ রুটে এই সিস্টেম চালু হয়েছে। যার সঠিক উত্তর মেলেনি। লোকসভায় বলা হয়েছে, দিল্লি– মুম্বই এবং দিল্লি–হাওড়া করিডরের প্রায় তিন হাজার রুট কিলোমিটার কবচ সিস্টেম বসানোর কাজ চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, রেলের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কবচ প্রকল্পের জন্য ১৫৪৭ কোটি টাকা খরচ করা হয়েছে। চলতি আর্থিক বছরে ১১১২ কোটি টাকার বরাদ্দও করা হয়েছে। গত তিনটি আর্থিক বছরের কোনটিতে মোট কত টাকা খরচ করা হয়েছে সেটা ভেঙে বলেননি। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার জন্য কবচ প্রকল্পের বরাদ্দ কত? জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের জবাব চেপে গিয়েছেন রেলমন্ত্রী। রেলমন্ত্রীর এই আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।