প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’র মুকুটে নতুন পালক। রেকর্ড সংখ্যক নাম নথিভুক্ত করিয়ে গিনেস বুকে নাম তুলে নিয়েছে ‘পরীক্ষা পে চর্চা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিকপ্রসূত এই উদ্যোগ শুরু হয় ২০১৮ সাল থেকে। চলতি বছর ‘পরীক্ষা পে চর্চা’র জন্য সাড়ে ৩ কোটির বেশি পড়ুয়া নাম নথিভুক্ত করিয়েছে। এই কারণেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠেছে এই উদ্যোগের। (আরও পড়ুন: আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ আইফোনই 'মেড ইন ইন্ডিয়া', জানালেন টিম কুক নিজেই)
আরও পড়ুন: যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ, অভিযোগ ইউক্রেনের
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তরফে দিল্লিতে এই কথা ঘোষনা করেন ঋষি নাথ।কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পিপিসির অষ্টম সংস্করণে মোট ৩.৫৩ কোটি বৈধ নিবন্ধন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান চলাকালীন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, 'পরীক্ষা পে চর্চাকে মানসিক চাপকে শিক্ষার উৎসবে পরিণত করে পরীক্ষার জাতীয় পদ্ধতি হিসাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। পিপিসির অষ্টম সংস্করণটি ২০২৫ সালে সমস্ত মিডিয়া প্ল্যাটফর্মে মোট ২১ কোটিরও বেশি দর্শক রেকর্ড করেছে।' তিনি আরও বলেন, '২০২৫ সালের পিপিসিতে বিপুল অংশগ্রহণকে সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি দেশের সম্মিলিত প্রতিশ্রুতি এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।' (আরও পড়ুন: একের পর এক বৈঠক দিল্লিতে, জম্মু ও কাশ্মীর নিয়ে জল্পনা চরমে)
আরও পড়ুন: লালকেল্লায় ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
‘পরীক্ষা পে চর্চা’র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।পরীক্ষার্থীরা যাতে কোনও চাপ ছাড়াই পরীক্ষায় বসতে পারে, তার জন্য এই পরীক্ষা পে চর্চা শুরু হয়। এখন তা দেশজুড়ে উৎসবের আকার নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। পরীক্ষা পে চর্চাকে স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টিমকেও ধন্যবাদ জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।অন্যদিকে অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরীক্ষা পে চর্চাকে একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করেন যা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের একত্রিত করে সুস্থতা এবং চাপমুক্ত শিক্ষার প্রচার করে।
পরীক্ষা পে চর্চা
পরীক্ষা পে চর্চা হল একটি বার্ষিক অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠান চলাকালীন, তিনি পরীক্ষার চাপ এবং অন্যান্য বিষয় সম্পর্কিত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরও দেন। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইন্টারেক্টিভ প্রোগ্রামের প্রথম সংস্করণ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।এর সপ্তম সংস্করণটি প্রগতি ময়দানের ভারত মণ্ডপে টাউন হল ফর্ম্যাটে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দেশ ও বিদেশের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রীর বার্ষিক পিপিসির অষ্টম সংস্করণটি ভিন্ন বিন্যাসে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার এমসি মেরি কম এবং আধ্যাত্মিক নেতা সদগুরুর মতো বিখ্যাত ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।