পঞ্জাবের গুরুদাসপুরে অনুপ্রবেশের চেষ্টা! পাকিস্তানিকে পাকড়াও করল BSF
1 মিনিটে পড়ুন Updated: 05 May 2025, 06:18 PM IST- মাত্র দুই দিন পর এই ঘটনাটি ঘটল। বাহিনীর রাজস্থান সীমান্ত রেঞ্জারকে হেফাজতে নিয়েছিল। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, যেখানে ২৬ জন নিহত হয়েছিল, একজন প্রায় দুই সপ্তাহ পর এটি ঘটেছে।
২৩শে এপ্রিল পাঞ্জাব থেকে অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শ।ভারত তীব্র প্রতিবাদ জানালেও এবং তাঁর মুক্তির জন্য বারবার অনুরোধ করলেও পাকিস্তান তাঁকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
( ‘আশ্বস্ত করছি… যা আপনারা চাইছেন তাই হবে’, ভারত-পাক সংঘাতের আবহে ইঙ্গিতবহ বার্তা রাজনাথের)
( মে মাসে ক'দিন পরই সূর্যকে সঙ্গে নিয়ে কৃপা বর্ষণ বুধের! লাকি রাশিদের ভাগ্যে কী আসবে?)
( ভারত-পাক উত্তেজনার মাঝে পঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ৩০ মিনিট 'ব্ল্যাকআউট'! কী ঘটে গেল?)
আরও পড়ুন |
শ' সীমান্ত বেড়ার কাছে কর্মরত কৃষকদের সুরক্ষার জন্য নিযুক্ত 'কিষাণ রক্ষী' দলের একজন অংশ ছিলেন, যখন তিনি ভুল করে একটি গাছের নীচে বিশ্রাম নিতে সীমান্ত অতিক্রম করেন এবং পাকিস্তান রেঞ্জার্স তাঁকে আটক করে। অতীতে এই ধরনের অসাবধানতাবশত সীমান্ত পারাপার ঘটেছে এবং সাধারণত দ্রুত সমাধান করা হয়। তবে, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, একাধিক ফ্ল্যাগ বৈঠক সত্ত্বেও পাকিস্তানি কর্তৃপক্ষ নীরব রয়েছে।
আরও পড়ুন |