বালোচিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় রহস্য আরও ঘনীভূত। এর আগে পাকিস্তান দাবি করেছিল যে তারা এই অভিযান শেষ করে দিয়েছে। তবে এবার স্বাধীনতাকামী বালোচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে দাবি করা হল, পাকিস্তানি সেনা ডাহা মিথ্যা বলছে। হাইজ্যাকে বন্দি থাকা ২১৪ জন বন্দিকে তারা হত্যা করেছে বলে দাবি করল বিএলএ। এর আগে কোয়েটা স্টেশন থেকে কয়েকশো কফিন নিয়ে যাওয়ার ভিডিয়ো সামনে এসেছিল। বিএলএ বিদ্রোহীরা জানিয়েছে, ট্রেন হাইজ্যাকে নিহত ২১৪ জনের সবাই পাকিস্তানি সেনা সদস্য। (আরও পড়ুন: মেধাবী ভারতীয় ডক্টরেট ছাত্রীর ভিসা বাতিল USA-র, কে এই রঞ্জনি শ্রীনিবাসন?)
আরও পড়ুন: বরোদায় মহিলাকে পিষে 'নিকিতা' বলে চেঁচায় সেই চালক, কে এই 'নিকিতা'?
পাকিস্তান সেনাবাহিনীর পরাজয়ের বর্ণনা দিয়ে বিএলএর মুখপাত্র বলেন, এসব মৃত্যুর জন্য পাকিস্তান সরকার দায়ী। তিনি বলেন, পাকিস্তান সরকার তাদের সঙ্গে কথা বলতে রাজি নয়। এই মৃত্যুর পরেও পাক সরকার কোনও সংলাপে বসছে না। উল্লেখ্য, গত ১১ মার্চ বোলান গিরিপথের কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে বালোচ বিদ্রোহীরা। ট্রেনটিতে অন্তত ৪৫০ জন যাত্রী ছিলেন। সেনাবাহিনী যখন বন্দি যাত্রীদের উদ্ধার করতে যায়, তখন বালোচ বিদ্রোহীদের সাথে লড়াই শুরু হয়। তাতে কমপক্ষে দুই ডজন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। একই সঙ্গে ৩৩ জন বিএলএ যোদ্ধাও নিহত হয়েছে বলে দাবি করা হয়। (আরও পড়ুন: ভারতের ৪ প্রতিবেশী দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে USA)
আরও পড়ুন: বালোচিস্তানের নেই ঠিক, 'কাশ্মীর বুলি' পাকিস্তানের মুখে, জোর 'ধমক' ভারতের
এরপর পাকিস্তান সরকার দাবি করে, সংকট কেটে গিয়েছে এবং সব বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। সব বন্দি যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এর কোনও প্রমাণ প্রকাশ করা হয়নি। এখন বিএলএ বলছে যে পাকিস্তান সরকার ডাহা মিথ্যা বলছে। বিএলএ দাবি করেছে যে পাক সরকার তাদের সৈন্যদের নিয়ে উদ্বিগ্ন নয়। তাই তারা বিদ্রোহীদের সাথে কথা বলতে প্রস্তুত নন। বিএলএ বলেছে যে তারা যুদ্ধ সংক্রান্ত আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যেই তাদের সমস্ত কাজ করেছে। এত সেনার আত্মত্যাগের জন্য পাকিস্তান সেনাবাহিনী নিজেরাই দায়ী। বিএলএ বলেছে যে পাকিস্তান সরকার শান্তির জন্য সৈন্যদের ব্যবহার করে না, বরং যুদ্ধ উস্কে দেওয়ার জন্য ব্যবহার করে। ২১৪ জন সৈনিকের আত্মত্যাগ দিয়ে তাকে এই ধরনের কাজের মূল্য দিতে হয়েছে। (আরও পড়ুন: ইউনুস ও রাষ্ট্রসংঘ প্রধানের ইফতারি পার্টিতে 'অব্যবস্থা'? মৃত ১ রোহিঙ্গা, জখম ২)