সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সামরিক অভিযানে এবার সরাসরি নয়া দিল্লির পাশে দাঁড়ালেন স্বাধীনতাকামী বালোচরা। একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবি করেছেন বালোচ কবি মির ইয়ার বালোচ। সঙ্গে তিনি লিখেছেন, চিন পাকিস্তানকে সহযোগিতা করছে। কিন্তু গণপ্রজাতন্ত্রী বালোচিস্তানের মানুষ পূর্ণ সমর্থনে ভারতের পাশে আছেন।
গত ৯ মে রাষ্ট্রসংঘের কাছে রাষ্ট্রের স্বীকৃতি দাবি করেছেন বালোচ বিপ্লবীরা। তার পর থেকেই বালোচিস্তানের স্বাধীনতা সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। শনিবার ভারত – পাকিস্তান অস্ত্রবিরতি ঘোষণার কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন বালোচ কবি মির ইয়ার বালোচ। সেখানে দেখা যাচ্ছে ঊষর কোনও উপত্যকায় মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুরুষ। তাদের প্রত্যেকের হাতে রয়েছে এক একটি ব্যানার। প্রতিটি ব্যানারে পাশাপাশি রয়েছে ভারত ও বালোচিস্তানের পতাকা। ব্যানারগুলির কোনওটায় লেখা রয়েছে, সংহতির কোনও সীমানা হয় না, বালোচ ও ভারতীয়রা একজোট রয়েছে। কোনওটায় লেখা, সাহস, সঙ্ঘবদ্ধতা ও শ্রদ্ধায় ঐক্যবদ্ধ ভারত ও বালোচিস্তান।
মির ইয়ার বালোচ আরও লিখেছেন, ‘দেশপ্রেমিক স্বাধীনতাপ্রেমী বালোচরা ভারতবাসীদের প্রতি সংহতি জানাতে প্রকাশ্যে এসেছেন। যুদ্ধকালে এই পোস্টার ইতিহাস তৈরি করেছে। সাহসী বালোচিস্তানিরা আবার পরাধীনতার শৃঙ্খল ভেঙে পাকিস্তানের আগ্রাসনকে চ্যালেঞ্জ করেছেন। ১৪০ কোটি ভারতবাসীকে সংহতি জানাতে শত্রুর প্রখর নজরদারির মধ্যে তারা এই সাহসী বালোচ দেশপ্রেমিকরা এই পোস্টারগুলি ছাপিয়েছেন। বালোচিস্তান কখনও পাকিস্তানি আগ্রাসনকে স্বীকার করেনি। আমরা ইতিমধ্যে স্বাধীনতা ঘোষণা করেছি। দেশপ্রেমিক ভারতীয়রা একজোট হয়ে বালোচিস্তানের স্বাধীনতার দাবিতে সমর্থন করেছেন ও তাদের সরকারকে বালোচিস্তানের মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে তৎপর হতে অনুরোধ করেছেন। বালোচিস্তানের বাসিন্দাদের ওপর পাকিস্তানি দানবদের অত্যাচার নিয়েও সরব হয়েছেন তাঁরা।’