পাকিস্তানে সাধারণ নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে নির্বাচন কমিশনে জানিয়েছে, আসন পুনর্বিন্যাস ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাজ সমাপ্ত হয়েছে। নির্বাচন কেন্দ্রগুলির প্রাথমিক তালিকা ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত হবে।
কমিশন জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে এই তালিকা নিয়ে কারও কোনও বিরোধিতা বা পরামর্শ থাকলে তা জানাতে পারবেন। কমিশন জানিয়ে ২০২৪-এর জানুয়ারির প্রথম সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আগামী বছর ভারতেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাকিস্তানে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। যা গত ৯ অগস্ট ভেঙে দেওয়া হয়েছে।
পূর্ববর্তী সরকার তার মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগে ঘোষণা করে নতুন আদমশুমারি ও সীমানা পুর্নবিন্যাসের কাজ শেষ হয়ে গেলে নির্বাচনের ঘোষণা করা হবে।
(পড়তে পারেন। এবার অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা ইমরানের বিরুদ্ধে, ৯ মের অশান্তির জের)
আসন পুনর্বিন্যাসের কাজ শেষ হতে অন্তত আরও চার মাস সময় লাগবে। এর ফলে নির্ধারিত ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না। সে কারণে আশঙ্কা তৈরি হয়েছিল নির্বাচন আগামী বছর পর্যন্ত গড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার কমিশনের ঘোষণায় সেই আশঙ্কাই সত্যি হল।