পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সম্ভাবনা ক্রমাগত বাড়ছে। এই আবহে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ মনে করেন, সব বৈশ্বিক শক্তিই ভারত-পাক উত্তেজনা কমানোর কথা বললেও সংঘাতের অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। আসিফের দাবি, পাকিস্তানে হামলা হলে তাঁরা হামলার যোগ্য জবাব দেবেন। পাকিস্তানের পার্লামেন্ট থেকে বেরিয়ে খোয়াজা আসিফ গণমাধ্যমকে বলেন, 'সময় যত গড়াচ্ছে... সংঘাতের সম্ভাবনা ক্রমাগত বাড়ছে, কমছে না। অনেক দেশ তা কমানোর চেষ্টা করলেও তা বাড়ছে।' (আরও পড়ুন: পাকিস্তানের নতুন NSA হলেন ISI প্রধান, কে এই অসিম মালিক?)
আরও পড়ুন: 'কাশ্মীরে যা না… তোদের জেনারেলকে জুতোর ডগায় রাখি', পাকিস্তানে লড়াই সেনা-পুলিশের
আরও পড়ুন: নমাজ আদায় করতে মাঝ রাস্তায় বাস দাঁড় করালেন সরকারি বাসের ড্রাইভার, দেখুন ভিডিয়ো
সন্ত্রাসকে সমর্থন করে বিগত বশ কয়েকদিন ধরে গণমাধ্যমের সামনে 'নোংরা কাজের' কথা শিকার করে এসেছেন আসিফ। এহেন পাক মন্ত্রী বলেন, আল্লাহ তাঁদের যুদ্ধ থেকে রক্ষা করুন। আশা করি ভারত বোধবুদ্ধির পরিচয় দেবে। তবে ভারত আক্রমণ করলে আমরাও জবাব দেব। আমাদের জবাব নির্ভর করবে তাদের আক্রমণের ওপর। আমাদের যে উত্তর দেবই, সেই সম্পর্কে কারও কোনও সন্দেহ থাকা উচিত নয়।' (আরও পড়ুন: যুদ্ধ হলে আমরা পাকিস্তানের সঙ্গে আছি, আরও এক শত্রু বাড়ল ভারতের)
আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণকে কেন্দ্র করে সংঘর্ষ, ধৃত ৬৫-র বৃদ্ধ, মসজিদে ছোড়া হল পাথর
আরও পড়ুন: পাকিস্তানের শিরায় শিরায় সন্ত্রাসবাদ, এবার আরও রক্ত গরম হতে পারে ভারতের
আসিফ বলেন, 'ভারতের হামলার জবাবে পাকিস্তান কী প্রতিক্রিয়া দেবে, সেই সম্পর্কে আমি এখনই কোনও জল্পনা করতে চাই না। তবে ভারতের যা পদক্ষেপ করবে, তার চেয়ে বড় হবে পাকিস্তানের জবাব।' প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় কাশ্মীরি নিহত হন। ৩৭০ ধারা বাতিলের পর এটাই ছিল সবচেয়ে বড় জঙ্গি হামলা। এই হামলার পর ভারত সরকার কঠোর পদক্ষেপ নেয় এবং ভারতে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেয়। এর পাশাপাশি সিন্ধু জলবণ্টন চুক্তিও স্থগিত করে ভারত। এর জবাবে পাকিস্তানের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় আকাশসীমা এবং বাণিদ্য। এই সিদ্ধান্তের পর ভারতও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তানি বিমানের জন্য।