২০২৫ সলে ১৩৯ টি পদ্ম সম্মানের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারমধ্যে, ৭ টি পদ্মবিভূষণ রয়েছে, ১৯ টি পদ্মভূষণ রয়েছে, ১১৩ টি পদ্মশ্রী সম্মান রয়েছে। এবারের পুরস্কারের পর্বে মরোণোত্তর পদ্ম সম্মান দেওয়া হয়েছে বহু ব্যক্তিত্বকে। তাঁদের মধ্যে, পদ্মবিভূষণ পেয়েছেন প্রধানমন্ত্রী আর্থিক উপদেষ্টা পরিষদের প্রাক্তন প্রধান বিবেক দেবরায়। আর কারা পেলেন এই সম্মান, দেখে নেওয়া যাক।
পদ্মভূষণ ২০২৫
২০২৫ সালে ২৬ জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, এ সূর্য প্রকাশ, শ্রী অনন্তনাগ। মরণোত্তর পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে অর্থনীতিবিদ বিবেক দেবরায়কে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মনোহর যোশীকে, সঙ্গীত শিল্পী, পঙ্কজ উদাসকে, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে। এছাড়াও এই সম্মান পেয়েছেন সাহিত্যিক যতীন গোস্বামী, চিকিৎসক জোস চ্যাকো পেরিয়াপুরম, আরকিওলজি থেকে কৈলাস দীক্ষিত, শিল্প জগতের নাল্লি চেট্টি। ফিল্ম তারকা, নন্দমুরি বালাকৃষ্ণা, ক্রীড়াবিদ পিআর শ্রীজেশ, শিল্প জগতের পঙ্কজ প্যাটেল, সাহিত্যজগতের রাম বাহাদুর রাই, ফিল্ম তারকা এস অজিত কুমার, ফিল্ম পরিচালক শেখর কাপুর এই পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। এছাড়াও সমাজকর্মী সাদ্বী রিতম্বরা, শিল্প ক্ষেত্রের শোভনা চন্দ্রকুমার, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং থেকে বিনোদ ধাম পেয়েছেন এই সম্মান।
( UCC Uttarakhand: প্রজাতন্ত্র দিবসের পরদিন থেকেই বিজেপি শাসিত উত্তরাখণ্ডে লাগু হচ্ছে অভিন্ন দেওয়ান বিধি, বলছেন ধামির সচিব)
( NEET UG 2025 revised exam Pattern: নিট ইউজি পরীক্ষা ২০২৫-এ ফিরল কোভিডের আগের প্যাটার্ন! ‘অপশনাল সেকশন’ সরাল NTA)
( Budh Gochar Lucky Zodiac Signs: মেষ, বৃষ সহ একগুচ্ছ রাশির ভালো সময় শুরু হয়ে গিয়েছে! কৃপা করছেন স্বয়ং বুধ, লাকি কারা?)
পদ্মবিভূষণ ২০২৫
মরণোত্তর পদ্মবিষভূষণে সম্মানিত হয়েছেন সাহিত্য ও শিক্ষা জগতের এমটি বাসুদেবন নায়ার, গাড়ি ইন্ডাস্ট্রির জগতের সুজুকি মোটর্সের সিইও ওসমাউ সুজুকি, বিহারের প্রখ্যাত গায়ক শারদা সিনহা। এছাড়াও পদ্মবিভূষণ পেয়েছেন, চিকিৎসক ধুভভুর নাগেশ্বর রেড্ডি, প্রাক্তন বিচারপতি জগদীশ খেহার, শিল্প জগতের কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, শিল্পজগতের লক্ষ্মীনারায়ণ সুব্রহ্মণ্যম।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারেও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রথা মেনে ঘোষিত হল দেশের সর্বোচ্চস্তরের নাগরিক সম্মান পদ্ম সম্মান। এই পুরস্কার, প্রাপকদের হাতে এপ্রিল- মে মাস নাগাদ তুলে দেওয়া হয়। সেই সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন।