বাংলা নিউজ > ঘরে বাইরে > Altman Vs Musk over $100 Billon Project: বিরোধ অল্টম্যানের সঙ্গে, তাই ট্রাম্পের ঘোষিত $১০০ বিলিয়নের প্রকল্পকে হেয় ইলনের?
পরবর্তী খবর
মার্কিন প্রেসিডেন্ট হতেই ডেটা সেন্টার এবং পরিকাঠামো খাতে ১০০ বিলিয়ন ডলারের একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রকল্পে বিনিয়োগ হওয়ার কথা প্রইভেট খাতে। এবং ট্রাম্পের কথায়, এই প্রকল্পের বিনিয়োগের পরিমাণ ৫ গুণ বাড়তে পারে। এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে স্যাম অল্টম্যানের ওপেনএআই, ওব়্যাকল, সফটব্যাঙ্কের মতো সংস্থা। তবে ট্রামপের ঘোষণার পরপরই এই প্রকল্প নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। আর যা নিয়ে এবার দ্বন্দ্ব তৈরি হয়েছে মাস্ক এবং অল্টম্যানের মধ্যে। (আরও পড়ুন: হোঁচট খেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশিকায় আদালতের স্থগিতাদেশ)