NPS and Atal Pension Yojana: এবার নয়া উপায়ে টাকা দিতে পারবেন NPS ও অটল পেনশন স্কিমে! কীভাবে করবেন? Updated: 13 Aug 2022, 01:27 PM IST Soumick Majumdar UPI For NPS and APY: এতদিন গ্রাহকরা IMPS/NEFT/RTGS ব্যবহার করে সরাসরি NetBanking অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বিনিয়োগের টাকা জমা করতে পারতেন। কিন্তু এখন UPI-এর মাধ্যমে পুরো ব্যাপারটা আরও সহজ করা হয়েছে।