তিস্তা বিপর্যয়ের রেশ শুধু সিকিমে নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ির উপরেও গভীর ক্ষত তৈরি করেছে। কিন্তু কেন্দ্রীয় বাজেটে সেই তিস্তার কোনও উল্লেখ করা নেই বলে দাবি করা হচ্ছে। অথচ কেন্দ্রীয় বাজেট বক্তব্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহার, হিমাচলপ্রদেশ, অসম বা সিকিমের বন্যা ও ধস মোকাবিলায় নানা অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কিছু নেই। বাংলাতেও তিস্তা বিপর্যয়ের প্রভাব পড়েছে। বাংলাতেও রয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। কিন্তু সেই পরিস্থিতিতে বাংলার জন্য কিছু নেই।
এই বঞ্চনা নিয়ে বুধবার সংসদে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নবান্ন থেকে সরব হয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মঙ্গলবার বাজেট পেশের পরেই মমতা জানিয়েছিলেন, ওরা দার্জিলিং থেকে ভোট নেয়। নির্বাচনের সময় বড় বড় কথা বলে। কিন্তু ভোট মিটলেই দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াংকে ভুলে যায়। এটাই ওদের প্রবৃত্তি। ওদের উচিত দার্জিলিংয়ের ভাই বোনদের কথা মনে রাখা। অন্যরা কেউ কিছু পেলে আমার আপত্তি নেই। সিকিমের প্রাপ্তি হয়েছে, কিন্তু বাংলার দার্জিলিংকে বঞ্চিত রাখা মেনে নিতে পারব না।
এদিকে এই বাজেটে দার্জিলিং নিয়ে কোনও বরাদ্দ না থাকায় ক্ষুব্ধ জিটিএর পদাধিকারীরা। জিটিএর এক পদাধিকারীর দাবি, সিকিমে ক্ষতি হয়েছে। ওরা টাকা পাক। কিন্তু এই রাজ্যের ক্ষতিগ্রস্তদের কেন্দ্র দেখতে পায় না।
এদিকে সিকিমের লোনাক হ্রদে জলস্ফীতির জেরে তিস্তায় হড়পা বান নেমেছিল। এর জেরে ব্যপক ক্ষতির মুখে পড়েছিল সিকিম। তবে শুধু সিকিম নয়, সমস্য়ায় পড়েছিল দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির একাংশ। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় বাংলার জন্য কোনও বরাদ্দ নেই।