গৃহস্থের মাসিক খরচ নিয়ে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম এবার দাবি করলেন, দেশে দারিদ্র্য ৫ শতাংশে নেমে এসেছে।
নীতি আয়োগের প্রধানের দাবি, দেশের দারিদ্র্যের হার ৫ শতাংশে নেমে এসেছে
গৃহস্থের মাসিক খরচ নিয়ে ১১ বছর পর ফের রিপোর্ট প্রকাশ করেছে সরকার। সেই রিপোর্টের ভিত্তিতে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম এবার দাবি করলেন, দেশে দারিদ্র্য ৫ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি তাঁর আরও বক্তব্য, এই তথ্য থেকেই স্পষ্ট হয়েছে যে গ্রামীণ অর্থনীতিও পাল্লা দিয়ে এগোচ্ছে। উল্লেখ্য, এখানে মাসিক খরচের পরিসংখ্যান খতিয়ে দেখে দাবি করা হচ্ছে যে দেশে দারিদ্র্যের হার ৫ শতাংশে নেমেছে। যদিও দেশের আসল দরিদ্র মানুষের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। (আরও পড়ুন: আর একফোঁটা জলও যাবে না পাকিস্তানে, নদীর প্রবাহ পুরোপুরি থমকে দিল ভারত)
সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে গ্রামীণ ভারতে গৃহস্থের গড় মাসিক খরচ ৩৭৭৩ টাকা। এদিকে শহুরে গৃহস্থে মাসিক গড় খরচ ৬৪৫৯। মাসিক গড় খরচের নিরিখে ভারতের শহর এবং গ্রামের ফারাক এখন ৭১.২ শতাংশ। এর আগে ২০০৪-০৫ বর্ষে সেই ফারাক গিয়ে ঠেকেছিল ৯০ শতাংশে। আয়ের ওপর ভিত্তি করে জনসংখ্যার শ্রেণিভাগ করা হলে দেখা যাবে, আয়ের নিরিখে নীচের ৫ শতাংশে থাকা শহুরে মানুষের গড় মাসিক খরচ ২০০১ টাকা ছিল ২০২২-২৩ অর্থবর্ষে। আর গ্রামে আয়ের নিরিখে নীচের ৫ শতাংশে থাকা গৃহস্থের মাসিক গড় খরচ ১৩৭৩ টাকা। এদিকে আয়ের নিরিখে শীর্ষ ৫ শতাংশে থাকা শহুরে গৃহস্থের গড় মাসিক খরচ হল ২০,৮২৪ টাকা। আর আয়ের নিরিখে শীর্ষ ৫ শতাংশে থাকা গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচ ১০,৫০১ টাকা।