এবার আরজি করের মহিলা চিকিৎসককে খুন করার ঘটনাকে ঘিরে কড়া পদক্ষেপ নিচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। ন্যাশানাল হিউম্যান রাইটস কমিশন মুখ্য সচিব ও ডিজিপির কাছে নোটিশ পাঠিয়েছে। আগামী দু সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
সূত্রের খবর জাতীয় মানবাধিকার কমিশন আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ১৩ অগস্ট একটি প্রেস বার্তায় উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশন আরজি করের চিকিৎসকক খুনের ঘটনায় স্বতপ্রণোদিত পদক্ষেপ নিচ্ছে। গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্য়সচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে নোটিশ পাঠিয়েছে। দু সপ্তাহের মধ্য়ে তাদের বিস্তারিত নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে।
তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃতের শরীরের আঁচড়ের দাগ, এটাই বোঝা যাচ্ছে মৃত্যুর সময় ধ্বস্তাধস্তি হয়েছিল। ওই মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুসারে কমিশন গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। যদি এটা সত্যি হয়ে থাকে তবে এটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। দু সপ্তাহের মধ্য়ে চিফ সেক্রেটারি ও ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছ থেকে দু সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে।