সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে মা হলেন নিউজিল্যান্ডের গ্রিনের সংসদ সদস্য (MP) জুলি অ্যান জেন্টার। তবে এই প্রথম নয়। এর আগেও তাঁর প্রথম সন্তানের জন্মের সময়েও এই একই কাজ করেছিলেন তিনি। ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটি সাম্প্রতিক পোস্টে, জেন্টার রাত দুটোয় প্রসব বেদনার সময়ে হাসপাতালে সাইকেল চালিয়ে যাওয়ার গল্প শেয়ার করেছেন। 'বড় খবর! আজ সকাল ৩.০৪-এ আমরা আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানিয়েছি। সত্যি বলতে প্রসব বেদনার সময়ে আমার সাইকেল চালানোর পরিকল্পনা ছিল না। তবে তাই হল। তবে যখন রাত ২টোর সময়ে রওনা দিলাম, তখন সেরকম মারাত্মক বেদনা ছিল না। যদিও ২-৩ মিনিটের ব্যবধানে বেদনা আসছিল। ১০ মিনিট সাইকেল চালিয়ে আমরা পৌঁছে গেলাম। ততক্ষণে অবশ্য ব্যাথা অনেকটাই বেড়ে গিয়েছিল,' গত ২৭ নভেম্বর ফেসবুকে লিখেছেন তিনি।জেন্টারের পোস্টটি নেটিজেনদের কাছ থেকে ভালবাসা এবং শুভেচ্ছা পেয়েছে। যদিও কেউ কেউ এই খবরে আনন্দ প্রকাশের পাশাপাশি শঙ্কাও প্রকাশ করেছেন। বিষয়টা যে বেশ ঝুঁকিপূর্ণ, তারই উল্লেখ করেছেন অনেকে। এই প্রথম নয়। তিন বছর আগে, ছেলের জন্ম দেওয়ার জন্য তিনি নিজেই অকল্যান্ড হাসপাতালে সাইকেল চালিয়ে গিয়েছিলেন।