বাংলা নিউজ > ঘরে বাইরে > New Surrogacy Law: সারোগেসির বাধা কাটল, এবার জট কাটিয়ে সহজে বাবা-মা হতে পারবেন অনেকে, এল নতুন আইন
পরবর্তী খবর
New Surrogacy Law: সারোগেসির বাধা কাটল, এবার জট কাটিয়ে সহজে বাবা-মা হতে পারবেন অনেকে, এল নতুন আইন
2 মিনিটে পড়ুন Updated: 27 Feb 2024, 03:44 PM ISTSuman Roy
New Surrogacy Law: কেন্দ্র সরকারের নতুন সারোগেসি আইনে বহু মানুষ উপকৃত হবেন বলে আশা। কী কী বদল এল এই আইনে?
প্রতীকী ছবি
সারোগেসি আইনে পরিবর্তন। কেন্দ্র সরকার নতুন আইন নিয়ে এল এই বিষয়টি নিয়ে। নতুন আইনে বিবাহিত দম্পতির কোনও একজনের যদি শারীরিক সমস্যা থাকে, স্ত্রী বা স্বামীর কোনও এক জনের জননকোষ ব্যবহার করেই গর্ভদাত্রী মায়ের সাহায্যে সন্তানের জন্ম দেওয়া যাবে। সংশোধিত গর্ভদান আইন, ২০২২ অনুযায়ী জেলা মেডিক্যাল বোর্ডের থেকে দম্পতিকে শংসাপত্র আনতে হবে। তাতে উল্লেখ থাকবে, স্বামী বা স্ত্রীর মধ্যে কোনও এক জনের শারীরিক সমস্যা রয়েছে এবং জননকোষ দাতার প্রয়োজন রয়েছে। তবে দু’জনেরই শারীরিক প্রতিবন্ধকতা থাকলে চলবে না।
সিঙ্গল মাদার বা বিধবা বা বিবাহবিচ্ছিন্না নিজেদের ডিম্বাণু এবং শুক্রাণু-দাতার সাহায্যে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিতে পারবেন। ওই মহিলাকে নিজের ডিম্বাণু ব্যবহার করতে হবে। সেক্ষেত্রেও ডিম্বাণু-দাতার সাহায্য নেওয়ার নিয়ম থাকছে না। পুরনো গর্ভদান আইনে দম্পতির দু’জনেরই জননকোষ ব্যবহার করা বাধ্যতামূলক ছিল। এক্ষেত্রে একটি বড় বদল এল।
সুপ্রিম কোর্ট এ যাবৎ কালের মধ্যে দেশের নানা প্রান্তের মহিলাদের থেকে জননকোষ দান নিয়ে আবেদন পেয়েছে। তাঁরা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, কোনও তোনও বিরল যৌন-সমস্যায় ভুগছেন তাঁরা। সেই কারণেই তাঁরা গর্ভধারণ করতে ব্যর্থ হচ্ছেন। কিন্তু ডিম্বাণু-দানে অনুমতি না থাকায় সারোগেসির সাহায্য নিয়েও মা হতে পারছেন না তাঁরা। এর পরেই উক্ত আইন সংশোধনের কথা ভাবা শুরু হয় ।
২০২৩ সালের মার্চ মাসে এই বিষয়ে একটি বড় পদক্ষেপ করা হয়েছিল। গর্ভদান প্রক্রিয়ায় জননকোষ দানে নিষেধাজ্ঞা নিয়ে বিজ্ঞপ্তি জারি হয় সেই সময়ে। এর পরেই সুপ্রিম কোর্টের কাছে একের পর এক আবেদন আসতে শুরু করে। গত বছর ডিসেম্বর মাসে শীর্ষ আদালত পুরনো আইনটির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে। বলা হয়, গর্ভদানের আসল লক্ষ্যই এই আইনে বাধাপ্রাপ্ত হচ্ছে।
গর্ভদান আইন নিয়ে শুনানি শুরু হয়। সেই সময়ের মধ্যে ১৪রও বেশি দম্পতিকে ডিম্বাণু-দাতার সাহায্য নিয়ে সারোগেসির অনুমতি দেয় শীর্ষ আদালত। ২০২৪ সালের জানুয়ারি মাসে শীর্ষ আদালত কেন্দ্রের কাছে প্রশ্ন করে, এত মহিলা যখন ক্ষোভ নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন, কেন সরকার এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না? জবাবে কেন্দ্রের প্রতিনিধি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছিলেন, এই আইনে সংশোধন নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র।
পুরনো গর্ভদান আইনে দম্পতির দু'জনেরই জননকোষ ব্যবহার করা বাধ্যতামূলক ছিল।
আইন কী হল
বিবাহিত দম্পতির কোনও এক জনের যদি শারীরিক সমস্যা থাকে, স্ত্রী বা স্বামীর কোনও এক জনের জননকোষ ব্যবহার করেই সন্তানের জন্ম দেওয়া যাবে। অর্থাৎ জননকোষ দাতার সাহায্য নিতে পারবেন দম্পতি।