নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। ইউনুস প্রশাসনের ক্ষেত্রে এবার একটা পদক্ষেপ।
শুক্রবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিধিনিষেধ আরোপের আদেশ জারি করেছে। বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর এবং ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বেশিরভাগ মন্ত্রণালয় এবং সরকারি সংস্থা সেখানে রয়েছে।
সাধারণত সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয় প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে প্রবেশাধিকার বাতিল করা হল।
কয়েক সপ্তাহের বিক্ষোভ ও সংঘর্ষে ছয় শতাধিক মানুষ নিহত হওয়ার পর ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে বহিষ্কার করা হয়। শেখ হাসিনা (৭৬) ভারতে পালিয়ে যান এবং নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কার্যালয় সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমাবদ্ধ করার সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা ও নিরাপত্তার কারণ দেখানো হয়েছে।