ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে এস সোমনাথের মেয়াদ ফুরিয়ে আসছে। এই আবহে তাঁর উত্তরসূরির নাম সামনে এল। জানা গেল, সোমনাথের জায়গায় এরপর ইরোর প্রধান হতে চলেছেন ভি নারায়ণন। এরই সঙ্গে ভারত সরকারের মহাকাশ বিভাগের সচিব পদেও দায়িত্ব গ্রহণ করবেন নারায়ণন। ক্যাবিনেটের নিয়োগ কমিটির আদেশ অনুসারে, ১৪ জানুয়ারি ইসরোর বর্তমান প্রধান এস সোমনাথের স্থলাভিষিক্ত হবেন ভি নারায়ণন। সরকারি নির্দেশিকার বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভি নারায়ণন আগামী দু'বছর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (যেটা আগে হবে) এই ভূমিকায় কাজ করবেন। (আরও পড়ুন: মেক্সিকো উপসাগরের নাম বদলে আমেরিকার নামে রাখা হবে: ট্রাম্প)
আরও পড়ুন: ১৪ বছর আগে কাঁটাতারে ঝুলে মৃত্যু বাংলাদেশি নাবালিকার, মা বললেন - 'ভারতকে যেন…'
এদিকে ইসরো প্রধান এবং মহাকাশ বিভাগের সচিবের পাশাপাশি আগামী ২ বছরের জন্যে স্পেস কমিশনের চেয়ারম্যান পদও সামলাবেন ভি নারায়ণন। উল্লেখ্য, বর্তমানে তিনি লিকুইড প্রোপালশান সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে আছেন। উল্লেখ্য, দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী নারায়ণনের রকেট এবং মহাকাশযান চালনায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন রকেট এবং স্পেসক্রাফট প্রোপালশন বিশেষজ্ঞ। ১৯৮৪ সালে ইসরোতে যোগদান করেছিলেন তিনি। লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদ সামলানোর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি থেকেছেন। (আরও পড়ুন: 'একটু জ্বর হলেই...', হিউম্যান মেটানিউমোভাইরাস শঙ্কার মাঝে এবার বিস্ফোরক মমতা)
তিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারে সাউন্ডিং রকেট এবং অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এএসএলভি) এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর প্রোপালশন নিয়ে কাজ করেছেন। অ্যাবলেটিভ নজল সিস্টেম, কমপোজিট মোটর কেস এবং কমপোজিট ইগনাইটার কেসগুলির প্রক্রিয়া পরিকল্পনা, প্রক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। (আরও পড়ুন: পাসপোর্ট বাতিল বাংলাদেশের, আর ভারত নাকি বাড়িয়েছে হাসিনার ভিসার মেয়াদ: রিপোর্ট)