বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতি বছর পালিত হয় ৩ মার্চ। আর আজ সোমবার, সেই বিশ্ব বন্যপ্রাণী দিবসের ভোরে গুজরাটের গির জাতীয় উদ্যানে পৌঁছন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষার সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ প্রতিবারই নেওয়া হয়। এদিকে, সেই দিবস উপলক্ষ্যে গুজরাটের গির-এ গিয়ে সাফারিতে অংশ নেন মোদী। সাফারির গাড়িতে প্রধানমন্ত্রী ঘুরে দেখেন এলাকা। তারই মাঝে গাড়ির সামনে হঠাৎই তিনি দেখা পান পশুরাজের! একটি নয়, একাধিক!
মোদীর হাতে তখন ক্যামেরা। আর সামনে পশুরাজ। একা শুধু সিংহ নয়। সঙ্গে সিংহীরাও ছিলেন নিজেদের মেজাজে! সেই সমস্ত দৃশ্য প্রধানমন্ত্রীর ক্যামেরায় ধরা পড়ল। মোদী লেন্সবন্দি করলেন সিংহদের ছবি। তাঁর তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন মোদী। কেমন ফটোগ্রাফি করলেন মোদী? তাঁর তোলা সিংহের ছবি পোস্ট করলেন স্বয়ং প্রধানমন্ত্রী।
(Trump on Putin amid Criticism: ‘পুতিনকে নিয়ে আমাদের একটু কম ভাবলেও হবে’, সমালোচনার মাঝে জবাব ট্রাম্পের)
জঙ্গলের অন্দরে মায়ের গায়ে গা এলিয়ে শুয়ে রয়েছে ছোট্ট সিংহ শাবক। আদরে আটখানা। সোমবার সকালে প্রধানমন্ত্রী গিরের সাফারিতে বের হতেই এমন নানান দৃশ্য দেখা যায়। কোথাও দেখা যায়, ছোট্ট সিংহ শাবক সিংহির গায়ের কাছে। আবার কোথাও দেখা যায়, আরামে গা এলিয়ে রয়েছে দুই সিংহ। সমস্ত কিছুই ক্যামেরা বন্দি করেন মোদী। এছাড়াও গির ন্যাশনাল পার্কের অপরূপ সুন্দর প্রকৃতির ছবিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁর গির সফর এ সাফারির নানান দৃশ্যের ছবি পোস্ট হয়। সেখানে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী আর্জি জানান, যাতে সকলে গিরে একবার বেরাতে যান।
( Modi on Asiatic Lion Census: চলতি বছরে দেশে এশিয়াটিক সিংহের গণনা কবে? ঘোষণা মোদীর… একনজরে PMর গির-সফর)