মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার স্মৃতি এখনও ভোলেনি মুম্বইবাসী। এরইমধ্যে ফের ২৬/১১-এর মতো সন্ত্রাসী হামলার হুমকি পেল মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের রায়গড় থেকে অস্ত্র বোঝাই নৌকা উদ্ধারের ঠিক ২ দিন পরেই এই হুমকি বার্তা পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল লাইনে হোয়াটসঅ্যাপে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। এরপরেই তৎপর হয়েছে মুম্বই পুলিশ।
যে হুমকি বার্তা পাঠানো হয়েছে তাতে দাবি করা হয়েছে, ৬ জন সন্ত্রাসবাদী এই হামলা চালাবে। এই ঘটনার পরেই তদন্তে নেমে পড়েছে মুম্বই পুলিশ। এর পাশাপাশি অন্যান্য গোয়েন্দা ও কেন্দ্রীয় সংস্থাও বিষয়টি গুরত্ব দিয়ে খতিয়ে দেখছে। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে লস্কর-ই-তৈয়বার ১০ জন সদস্য হামলা চালিয়েছিল। সেই হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন অসংখ্য মানুষ। হুমকি বার্তা প্রসঙ্গে শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটারে লিখেছেন, ‘প্রথমে রায়গড়ে অস্ত্র উদ্ধার আর এখন পুলিশের হুমকি বার্তা। মহারাষ্ট্রে কী হচ্ছে?’