পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলির সঙ্গে নিউইয়র্কে বৈঠক করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এর আগে নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছিলেন ইউনুস। এদিকে রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউনুস সেই দেশের সমর্থন প্রার্থনা করেন। ইউনুস সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেন। সেজন্য পাকিস্তানের সমর্থন প্রয়োজন বলে জানান ইউনুস। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের নতুন অধ্যায় সূচনা করার বার্তা দেন শাহবাজ। এদিকে দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা হয় এই বৈঠকে। (আরও পড়ুন: '৫০০ কোটি ডলার চাইব' বলা ইউনুসকে দেওয়া হচ্ছে ৩.৫ বিলিয়ন, ভাগ্য ঘুরবে বাংলাদেশের?)
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে রহস্যের পাহাড়, তারই মধ্যে অবশেষে বড় 'সূত্র' এল CBI-এর হাতে
এদিকে মার্কিন সফরকালে সেদেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় অংশ নিতে আমেরিকায় যান ইউনুস। তারই ফাঁকে হয় এই দ্বিপাক্ষিক বৈঠক। সেখানেই নাকি বাংলাদেশের তত্ত্বাবধয়ক সরকারকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বাইডেন। পাশাপাশি আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়েও নাকি আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। উল্লেখ্য, শেখ হাসিনা জমানায় আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ তিক্ত হয়ে উঠেছিল। (আরও পড়ুন: রাজ্যে নিয়োগ পাচ্ছেন ১৪০৫২ শিক্ষক, মাসে মাসে কত বেতন-DA-HRA হাতে আসবে তাঁদের?)
আরও পড়ুন: মুখে হাসি, পকেট ভারী! পুজোর আগে ৬০০০ টাকা বাড়ল এই রাজ্য সরকারি কর্মীদের বেতন