উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি- এমএলএ কোর্ট শনিবার সমন পাঠাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সম্পর্কে তিনি কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এরপরই মামলা হয়। সেই মামলায় আগামী ৬ জানুয়ারি হাজির হওয়ার জন্য সমন করা হয়েছে রাহুল গান্ধীকে।এর আগে গত ১৬ ডিসেম্বর এই মামলায় আদালত রাহুল গান্ধীকে সমন করেছিল আদালত। কিন্তু তিনি হাজিরা দেননি। বিজেপি নেতা বিজয় মিশ্র এই মামলা করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কেন আপত্তিকর মন্তব্য় করা হয়েছে সেই অভিযোগ তুলে মামলা করেছিলেন তিনি।রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলাটা ঠিক কী?সেদিন কর্ণাটকের একটা নির্বাচনী সভা থেকে রাহুল গান্ধী অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এরপরই এনিয়ে মামলা হয়েছিল। এর আগেও রাহুল গান্ধীকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি সেই সমনের জবাব দেননি। তিনি হাজির হননি কোর্টে। এরপর ফের এদিন সমন পাঠানো হল রাহুল গান্ধীর কাছে। এবার তিনি হাজিরা দেন কি না সেটাই দেখার। সেদিকেই নজর রয়েছে বিভিন্ন মহলের।বিজয় মিশ্রের অ্যাডভোকেট সন্তোষ পান্ডে জানিয়েছেন, রাহুল গান্ধীকে সমন পাঠানো হয়েছে।