শনিবার সকাল ৮.৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮.৩০ মিনিটের মধ্যে চণ্ডীগড়ে ৩২৫.৫ এমএম। এই তথ্য দিয়েছে আইএমডি। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এও জানিয়েছে যে, এই পরিমাণ বৃষ্টিতে ভেজা দিন গত ৭০ বছরে দেখেনি চণ্ডীগড়, আর সেই কারণেই এই দিনটিকে ৭০ বছরে সবচেয়ে বেশি বৃষ্টিভেজা দিন হিসাবে ঘোষণা করা হয়েছে চণ্ডীগড়ের নিরিখে। এদিকে, শুধু চণ্ডীগড়ই নয়, উত্তর ভারতের পর পর শহরে তুমুল বর্ষণের তাণ্ডব চলছে। দেখে নেওয়া যাক কোন শহরের কী পরিস্থিতি।
চণ্ডীগড়
জুলাই মাসে গত ২৪ ঘণ্টায় চণ্ডীগড়ে যা বর্ষণ হয়েছে তা বহু রেকর্ড ভেঙে দিয়েছে। শেষবার সেখানে সবচেয়ে বেশি বৃষ্টিভেজা দিন ছিল ১০৫৩ সালে। শনিবার সন্ধ্যে ৬ টা থেকে বৃষ্টি শুরু হয়েছে চণ্ডীগড়ে। এদিকে, রবিবারও সেখানে ভারী থেকে ভারীতর বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। শেষবার চণ্ডীগড়ে ২৬২ মিলিমিটার বর্ষণ হয়েছিল ২০০০ সালের ১৮ জুলাই। জানা যাচ্ছে চণ্ডীগড় ও পাকিস্তানের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ায় এমন বর্ষণ হচ্ছে।
দিল্লি
রবিবাসরীয় মেজাজে রাজধানী দিল্লি উপভোগ করছে বর্ষণ। গত ৪১ বছরের বৃষ্টির রেকর্ড ভেঙে ফেলেছে দিল্লি। রবিবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত সময়ে শেষ ২৪ ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মি.মি। শেষবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ১৯৮২ সালের ২৫ জুলাই। দিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে।
( Tulsi Roots Vastu Tips: তুলসী শিকড় বাড়িতে এভাবে রাখলে কাটে বহু সংকট! জানুন বাস্তু টিপস)