ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু। শনিবার থেকে নিখোঁজ ছিলেন। টেক্সাসে মিলল ভারতীয় বংশোদ্ভূত যুবকের দেহ। স্থানীয় প্রশাসন একে আত্মহত্যা বলে অনুমান করলেও তদন্ত জারি রয়েছে। মৃত যুবকের নাম কোল্লি অভিষেক। পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাসিন্দা অভিষেক একদিন ধরে নিখোঁজ থাকার পর তাঁর দেহ উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, শনিবার প্রিন্সটনে শেষবার দেখা গিয়েছিল কোল্লি অভিষেককে। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় পুলিশকে বিষয়টি জানানোর পর তাঁর সন্ধানে চলছিল অনুসন্ধান। যদিও শনিবার ভারতীয় বংশোদ্ভূত যুবকের কোনও খোঁজ পায়নি পুলিশ। একদিন পর টেক্সাসে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর দিলে তারা অভিষেকের দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, গত বছরই বিয়ে হয়েছিল ওই যুবকের। তিনি স্ত্রীকে নিয়ে টেক্সাসের ফোনিক্সে থাকতেন। তবে পরে তাঁরা প্রিন্সটনে চলে আসেন।
অভিষেকের যমজ ভাই অরবিন্দর দাবি, গত মাস ছয়েক ধরে বেকারত্বের জ্বালা সহ্য করতে হচ্ছিল ওই যুবককে। প্রবল আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছিলেন। যার জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন বলে মনে করছেন অরবিন্দ। তিনি জানান, 'ভাইয়ের এই আকস্মিক প্রয়াণের যন্ত্রণা আমাদের কাছে অসহনীয়। আমরা আমাদের উপরে ছেয়ে থাকা আর্থিক উদ্বেগের ছায়া থেকে সরিয়ে এনে ওঁর স্মৃতিকে সম্মানের সঙ্গে রক্ষা করতে চাই।'