কানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে পরাজিত করে টানা চতুর্থবার জয়ী হয়েছে লিবারেল পার্টি। একই সঙ্গে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। স্থানীয় সময় সোমবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর সর্বশেষ এই তথ্য জানা গেছে। ফলে দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল পার্টিই আবারও কানাডার শাসনভার হাতে তুলে নেবে। একই সঙ্গে অটোয়ার কাছে নেপিয়ান আসনে বিপুল ভোট জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
আরও পড়ুন-পাকিস্তানের দালাল? পঞ্জাব দিয়ে ভারতীয় সেনাকে আক্রমণ করতে দেব না, দাবি খলিস্তানি জঙ্গির
কানাডার জাতীয় সম্প্রচার সংস্থা সিবিসি এবং সিটিভি নিউজ জানিয়েছে, সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী কানাডার সংসদে ৩৪৩টি আসনের মধ্যে অধিকাংশেই জয়ের মুখ দেখেছে কার্নির লিবারেল পার্টি। তবে মার্ক কার্নি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা না পান, তাহলে তাঁকে সরকার গঠনে কোন ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে। সর্বশেষ ভোট গণনার তথ্য অনুযায়ী, ৩৪৩ আসনের মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৬২ আসন এবং কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৯ আসন।এমনকি কনজারভেটিভদের থেকে গত নির্বাচনে হারানো আসনও ছিনিয়ে নিয়েছে লিবারেলরা। ২০২৪ সালে একটি উপনির্বাচনে টরন্টোর সেন্ট পলস আসনটিতে হেরে যায় লিবারেলরা। ওই আসনে দাঁড়িয়ে পরাজয় স্বীকার করতে হয় খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। জয়ী হয়েছিলেন কনজারভেটিভদের ডন স্টুয়ার্ট। আর এই নির্বাচনে সেই আসনই ছিনিয়ে নিয়েছেন লিবারেলদের লেসলি চার্চ।এদিকে, ভোটার ফলাফল সামনে আসতেই প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টির সদর দফতরে উৎসব শুরু হয়ে গিয়েছে।
সম্প্রতি কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে মূল্যবৃদ্ধি, খলিস্তানি তাণ্ডবে কোণঠাসা হয়ে পড়েছিল শাসক দল। তারমধ্যে ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, কানাডার উপরে এমন কর চাপাবেন যে গোটা দেশটাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদেশে পরিণত হবে।নির্বাচনে মার্কিন প্রেসিডেন্টের হুমকি অগ্রাহ্য করেছে কানাডাবাসী। শেষ পর্যন্ত কার্নির উপরই ভরসা রেখেছেন তাঁরা।দেশের শাসনভার তুলে দিয়েছেন তাঁর হাতে। তবে ভোটের দিন সকালেও ট্রাম্প কানাডাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম কাঙ্ক্ষিত অঙ্গরাজ্য হয়, তবে শূন্য শুল্কের সম্মুখীন হবে। এরপরেই পাল্টা জবাবে পলিয়েভর বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের নির্বাচন থেকে দূরে থাকুন। কানাডা সব সময় গর্বিত, সার্বভৌম ও স্বাধীন দেশ থাকবে এবং আমরা কখনও ৫১তম অঙ্গরাজ্য হব না।’
আরও পড়ুন-পাকিস্তানের দালাল? পঞ্জাব দিয়ে ভারতীয় সেনাকে আক্রমণ করতে দেব না, দাবি খলিস্তানি জঙ্গির