বাগিচা শহর বেঙ্গালুরুর বুকে ট্রাফিকের আনাগোনা এতটাই বেশি, যে অনেকেই বাইরে বেরিয়ে নিজের পছন্দের কফি শপে যেতেও আলস্যবোধ করেন। সম্ভবত এমনই এক ব্যক্তি বেঙ্গালুরুর বুকে সুইগিতে বুক করেছিলেন কফি। তার জবাবে ডেলিভারি এজেন্ট যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে হাসি বন্ধ করা যাচ্ছে না নেটপাড়ায়! ঘটনা উঠে এসেছে এস সোশ্যাল মিডিয়া পোস্টের হাত ধরে। যা এই মুহূর্তে ভাইরাল। যদিও ঘটনার সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে চাইছেন প্রমাণ!
গোটা ঘটনার সূত্রপাত, ওমকার জোশি নামের জনৈক নেটিজেনের পোস্টের হাত ধরে। সেখানে তিনি গোটা ঘটনার কথা লিখেছেন। বলা হচ্ছে, সুইগিতে কফি অর্ডার দেওয়ার পর সেই কফি নির্দিষ্ট শপ থেকে তুলেও নেন ডেলিভারি এজেন্ট। এরপর আরও একটি ডেলিভারি অ্যাপ ডানজো-তে সেই কফি বুক করে গ্রাহকের কাছে পাঠানোর বন্দোবস্ত করেন তিনি। আর শেষে গ্রাহককের থেকে 'ফাইভস্টার' চেয়ে নেন সুইগি ডেলিভারি বয়। এমন কাণ্ডে হাসির রোল পড়ে গিয়েছে নেট পাড়ায়। এই টুইটটি রকেট গতিতে ভাইরাল হতে শুরু করেছে। বহু নেটিজেন যেমন প্রমাণ চাইছেন ঘটনার, তেমনই অনেকে বলছেন তাঁদের সঙ্গেও এমনই ঘটনা ঘটেছে। দুপুরের 'ভাতঘুম'এবার অফিসেই! কাজের মধ্যে ঘুমের আলাদা সময় দিচ্ছে এই সংস্থা