দুরদর্শনের গেরুয়াকরণ? প্রচন্ড রেগে গিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী। সরকার নিয়ন্ত্রিত প্রসারভারতী তাদের লোগো পরিবর্তন করে গেরুয়া করে ফেলেছে। এরপরই এনিয়ে বিষ্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্য়মন্ত্রী।
দূরদর্শনের লোগোর রং কমলা করে দেওয়ায় বিস্ময় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস (টিএমসি) সুপ্রিমো এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ অনৈতিক’ এবং 'চূড়ান্ত বেআইনি' বলে অভিহিত করেছেন যখন দেশজুড়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
গেরুয়া রঙ প্রায়শই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সংঘ পরিবারের সঙ্গে যুক্ত থাকে।
টুইটে তিনি লেখেন, ‘দেশজুড়ে যখন জাতীয় নির্বাচন চলছে, তখন হঠাৎ করে আমাদের দূরদর্শনের লোগোর রং বদল দেখে আমি হতবাক! এটা একেবারেই অনৈতিক, চরম বেআইনি এবং জাতীয় পাবলিক ব্রডকাস্টারের বিজেপিপন্থী পক্ষপাতিত্বের কথা জোরালোভাবে বলে!’ মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন।
ভোটের সময় ‘অভদ্র, গেরুয়া সমর্থক’ আচরণবিধি লঙ্ঘনের অনুমতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ভারতের নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন।
তিনি নির্বাচন কমিশনকে অবিলম্বে পরিবর্তনটি প্রত্যাহার করার এবং ‘দূরদর্শনের লোগোর আসল নীল রঙে ফিরে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন।