এখনও জীবিত আছেন এলটিটিই (লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম) নেতা প্রভাকরণ। এমনই দাবি করলেন তামিল জাতীয়তাবাদী নেতা বাঝা নেদুমারান। তাঁর দাবি, প্রভাকরণের শারীরিক অবস্থা ভালো আছে এবং 'তামিল জাতির জন্য স্বাধীনতার পরিকল্পনা ঘোষণা করবেন।'
সোমবার সাংবাদিক বৈঠকে তামিল জাতীয়তাবাদী নেতা নেদুমারান দাবি করেন, তিনি যে কথা বললেন, তা হল ‘সত্যিকারের ঘোষণা’। আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং শ্রীলঙ্কায় রাজাপক্ষদের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছেন সিংহলিজ মানুষ, তা এলাম (তামিলে এলামের অর্থ হল তামিল মানুষদের জন্মভূমি) তামিল নেতা প্রভাকরণের প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত রাস্তা তৈরি করে দিয়েছে। তিনি জানান, প্রভাকরণকে নিয়ে যে ‘পরিকল্পিত’ গুজব ছড়ানো হয়েছিল, তা এবার শেষ হবে।
আরও পড়ুন: Jallikattu: বুল রেস নিয়ে টানাপোড়েন, রণক্ষেত্র হাইওয়ে, ইটবৃষ্টি, আক্রান্ত পুলিশ
শ্রীলঙ্কায় বসবাসকারী তামিল এবং বিশ্বের সমস্ত তামিলদের একত্রিত হওয়ার ডাক দিয়ে তামিল জাতীয়তাবাদী নেতা নেদুমারান আর্জি জানান, তাঁদের পূর্ণ সমর্থন চাই প্রভাকরণের। সেইসঙ্গে তিনি দাবি করেন, যতদিন এলটিটিই শক্তিশালী ছিল, ততদিন প্রভাকরণের হাতে থাকা শ্রীলঙ্কার কোনও এলাকায় ভারত-বিরোধী শক্তিকে এক ইঞ্চিও জমি ছাড়েনি। শুধু ওরকম ভারত-বিরোধী শক্তির বিরোধিতা করা হয়নি, বরং ভারত-বিরোধী কোনও দেশের থেকে সাহায্যও গ্রহণ করেনি বলে দাবি করেন তামিল জাতীয়তাবাদী নেতা।
আরও পড়ুন: The Family Man 2: এবার ওয়েব সিরিজের মুক্তি বন্ধ করতে উদ্যোগী তামিলনাড়ু সরকার
উল্লেখ্য, শ্রীলঙ্কার সেনা দাবি করেছিল যে ২০০৯ সালে শ্রীলঙ্কা সেনা এবং এলটিটিইয়ের মধ্যে যুদ্ধের সময় প্রভাকরণের মৃত্যু হয়েছে। ২০০৯ সালের ১৮ মে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল (সেইসময় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ছিলেন মাহিন্দ্রা রাজাপক্ষ)। সেইসময় শ্রীলঙ্কা সেনার তরফে একাধিক ছবি প্রকাশ করা হয়েছিল। যেগুলি প্রভাকরণের বলে দাবি করা হলেও অনেকের আবার বিশ্বাস ছিল, ছবিগুলি পুরোপুরি সাজানো।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )