গাজিপুর সীমান্তে কনভয় আটকান হল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তাঁর বোন তথা কংগ্রেসের সদ্য নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। তাঁরা দু'জনেই উত্তরপ্রদেশের সম্ভলে যাচ্ছিল আজ। তবে তাঁদের সেখানে যেতে দেওয়া হয়নি। এই আবহে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, হিংসা কবলিত মানুষের সঙ্গে দেখা করতে না দিয়ে পুলিশ তাঁর গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। রাহুল দাবি করেন, তিনি বিনা কনভয়তেই সম্ভলে যেতে প্রস্তুত। তবে তাও পুলিশ তাঁকে যাওয়ার অনুমতি দেয়নি। তাঁকে কয়েকদিন পরে সেখানে যেতে বলেছে পুলিশ। এদিকে এই আবহে গাজিপুরের রাস্তায় বিশাল যানজট তৈরি হয়েছে। (আরও পড়ুন: 'ভারত-বাংলাদেশ গোপন চুক্তি প্রকাশ করা হোক', এবার নয়া দাবি উঠল ওপারে)
আরও পড়ুন: সাক্ষী ১০০-র ওপর, আরজি কর ধর্ষণ-খুন মামলায় চার্জশিট পেশ হবে সন্দীপ-অভিজিতের নামে
রাহুল বলেন, 'আমরা সম্ভলে যাওয়ার চেষ্টা করছিলাম। তবে পুলিশ আমাদের অনুমতি দিচ্ছে না। সংসদের বিরোধী দলনেতা হিসেবে এটা আমার দায়িত্ব। কিন্তু তাঁরা আমাকে বারণ করছে। আমি সেখানে একা যেতেও রাজি। পুলিশ আমার সঙ্গে যাক সেখানে। তবে পুলিশ সেই কথাও শুনছে না। পুলিশ বলছে, আমরা কয়েকদিন পরে এলে সেখানে যেতে দেবেন। তবে বিরোধী দলনেতা হিসেবে আমার অধিকার এতে খর্ব হচ্ছে। আমার সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। আমরা শুধু সম্ভলে গিয়ে দেখতে চাই সেখানে কী হচ্ছে। কিন্তু এটাই নয়া ভারত। এই ভারতে সংবিধানকে শেষ করে দেওয়া হবে। কিন্তু আমরা লড়াই জারি রাখব।' (আরও পড়ুন: শপথ বৃহস্পতিতে, অবশেষে চূড়ান্ত হল নাম, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন…)