বাংলা নিউজ > ঘরে বাইরে > পাটনায় বিরোধী বৈঠকে মিষ্টিমুখ মালদার আম দিয়ে, নীতিশকে ধন্যবাদ রাহুলের
পরবর্তী খবর
পাটনায় বিরোধী বৈঠকে মিষ্টিমুখ মালদার আম দিয়ে, নীতিশকে ধন্যবাদ রাহুলের
1 মিনিটে পড়ুন Updated: 24 Jun 2023, 10:41 AM ISTMD Aslam Hossain
নীতিশের পরিবেশিত খাবার খেয়ে রাহুল গান্ধী এতটাই তৃপ্তি পেয়ে ছিলেন যে সাংবাদিক সম্মেলনের শুরুতেই রাহুল গান্ধী মাইক হাতে নিয়ে খাবারের প্রসঙ্গ উল্লেখ করেন। এরজন্য তিনি নীতিশ কুমারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নীতিশ জী মধ্যাহ্নভোজনে বিহারের জনপ্রিয় খাবার খাইয়েছেন। তার জন্য ওনাকে ধন্যবাদ।’
পাটনায় বিরোধী দলের বৈঠকে রাহুল গান্ধী।
২০২৪–এর লোকসভা ভোটের লক্ষ্যে গতকাল শুক্রবার বিহারের পাটনায় বিরোধীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন বৈঠকে বিজেপির বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী জোটকে আরও মজবুত করতে মধ্যাহ্নভোজনে বিহার থেকে শুরু করে বাংলার বিভিন্ন জনপ্রিয় খাবার পরিবেশন করা হয়। লিট্টি চোখা, থেকে শুরু করে গুলাব জামুন, মালদার আম, বিভিন্ন ধরনের শরবত এবং অন্যান্য জনপ্রিয় খাবারের আয়োজন করা হয়। এর জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
মধ্যাহ্নভোজনের পর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। নীতিশের পরিবেশিত খাবার খেয়ে রাহুল গান্ধী এতটাই তৃপ্তি পেয়ে ছিলেন যে সাংবাদিক সম্মেলনের শুরুতেই রাহুল গান্ধী মাইক হাতে নিয়ে খাবারের প্রসঙ্গ উল্লেখ করেন। এরজন্য তিনি নীতিশ কুমারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নীতিশ জী মধ্যাহ্নভোজনে বিহারের জনপ্রিয় খাবার খাইয়েছেন। তার জন্য ওনাকে ধন্যবাদ।’ এরপরেই সরাসরি বিরোধী প্রসঙ্গে চলে যান রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমাদের লড়াই হল আদর্শের লড়াই, আমরা সবাই একজোট হয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে কাজ করব।’ এই জোট নিয়ে দ্রুত আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে রাহুল গান্ধী জানিয়েছেন।
এদিনের বৈঠক শেষে রাহুল গান্ধীকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে তিনি আক্রমণ করে বলেন, ‘দেশের ভিত আক্রমণ করা হয়েছে। দেশে বিদ্বেষ বাড়ছে। ঘৃণার অবসান ঘটিয়ে ভালোবাসার বার্তা দিতে হবে।’ তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে ‘স্বৈরাচারী শাসন’ বলে কটাক্ষ করেন।