Liquor in Stadium during IPL: এবারে IPL দেখতে দেখতে স্টেডিয়ামে বসে খাওয়া যাবে বিয়ার, নয়া পদক্ষেপ সরকারের
1 মিনিটে পড়ুন Updated: 25 Apr 2023, 09:28 AM ISTআইপিএল-এর মতো ইভেন্টে স্টেডিয়ামে মদ বিক্রির অনুমতি দেবে তামিলনাড়ু সরকার। এই আবহে সিএসকে-র ম্যাচ চলাকালীন হাতে বিয়ারের গ্লাস নিয়ে স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব AIADMK, BJP-র মতো বিরোধীরা।
আইপিএল-এর মতো ইভেন্টে স্টেডিয়ামে মদ বিক্রির অনুমতি দেবে তামিলনাড়ু সরকার।