দুবাই থেকে সোনা পাচারের অভিযোগে বুধবার কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেফতার করা হয়েছিল বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। তাঁর কাছ থেকে প্রায় ১৫ কেজি ওজনের ১২.৫৬ কোটি টাকার সোনার বার বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই উঠে আসছে নতুন ও চমকপ্রদ তথ্য। সূত্রের খবর, প্রতি কেজি চোরাচালান সোনার জন্য রাওকে ১ লক্ষ টাকা দেওয়া হত। দন্তে আরও জানা গেছে যে চোরাচালান অভিযানের জন্য জ্যাকেট এবং কোমরের বেল্ট ব্যবহার করতেন রানিয়া। (আরও পড়ুন: আকাশ থেকে কৃষকের বাড়ির চাল ফুঁড়ে পড়ল অস্বাভিক ঘন বস্তু, রহস্যভেদে শুরু গবেষণা)
আরও পড়ুন: লন্ডনে জয়শঙ্করের ওপর খলিস্তানির হামলা, ছেঁড়া হল ভারতের পতাকা, দেখুন ভিডিয়ো
জানা গিয়েছে, গত ১ বছরে রানিয়া ৩০ বার দুবাই গিয়েছেন। তাঁর এত ঘনঘন দুবাই ভ্রমণের জেরে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই-এর সন্দেহ হয়। এই মামলায় এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১৭.২৯ কোটি টাকা, যার মধ্যে ৪.৭৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এদিকে রানিয়া হলেন আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের মেয়ে। মেয়ের গ্রেফতারিতে শোকপ্রকাশ করেছেন রামচন্দ্র রাও। (আরও পড়ুন: গুলিবিদ্ধ অবস্থায় মৃত ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার মার্কিন মুলুকে, ঘনাচ্ছে রহস্য)
আরও পড়ুন: বছর ১৪-র কিশোরীকে গণধর্ষণ,অ্যাসিড দিয়ে 'ওম ট্যাটু' করিয়ে মাংস খাওয়াল সলমন-রশিদরা
'মাণিক্য' (২০১৪) সিনেমাতে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করার জন্য পরিচিত রানিয়া রাও। এছাড়া আরও কয়েকটি দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে ১০১৬ সালে তামিল সিনেমা 'ওয়াঘা' এবং ২০১৭ সালের কন্নড় সিনেমা 'পটাকি' আছে। এদিকে রানিয়া রাও হলেন আইপিএস অফিসার কে রামচন্দ্র রাওয়ের সৎ মেয়ে। রামচন্দ্র বর্তমানে কর্ণাটক স্টেট পুলিশ হাউজিং কর্পোরেশনের ডিরেক্টর জেনারেল।