নয়া বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্কের মুখে পড়ল কেন্ট আরও সিস্টেমস। তার জেরে প্রেস বিবৃতি জারি করে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিজ্ঞাপন প্রত্যাহার করে নিল সংস্থাটি। সম্প্রতি কেন্টের তরফে সোশ্যাল মিডিয়ায় আটা ও ব্রেড মেকারের একটি বিজ্ঞাপনী প্রচার শুরু করা হয়েছিল। তাতে ছিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনীও। সেই বিজ্ঞাপনে বলা হয়, 'আপনি কি আপনার পরিচারিকাকে হাত দিয়ে আটা মাখতে দিচ্ছেন? ওঁনার হাত সংক্রামিত হতে পারে। স্বাস্থ্য এবং স্বচ্ছতার সঙ্গে আপস করবেন না।'সেই বিজ্ঞাপনী প্রচার শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তাঁরা অভিযোগ করেন, পরিচারিকাদের অসম্মান করেছে কেন্ট। একজন বলেন, 'এটা দুঃখজনক। জঘন্য ক্যাম্পেন। আমি অবাক যে হেমা মালিনী এটার সঙ্গে যুক্ত হয়েছেন।' অপর এক নেটিজেন বলেন, ‘ন্যক্কারজনক। এটা কখনও মুহূর্তের ভুলে হতে পারে না।’ ক্ষোভের মুখে বিবৃতি জারি ক্ষমা চেয়েছে কেন্ট। বলা হয়েছে, 'সোশ্যাল মিডিয়ায় আমাদের কেন্ট আটা এবং ব্রেড মেকারের নতুন বিজ্ঞাপন অনিচ্ছাকৃত, খারাপভাবে বার্তা গিয়েছে এবং ভুল। তাই এটা তৎক্ষণাৎ তুলে নেওয়া হয়েছে। এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং সবাইয়ের কাছে ক্ষমা চাইছি।' পাশাপাশি ভবিষ্যতে এরকম ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্ট। একইসঙ্গে সংস্থার দাবি, তারা সমাজের সকল শ্রেণীর মানুষকে সম্মান করে।