কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের বিরুদ্ধে ওঠা সোনা পাচার মামলায় নয়া মোড়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, 'কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের বিয়ের উপহার দিয়েছিলেন পরমেশ্বর। আর এতে কোনও ভুল নেই।' এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই ঘটনা রাজ্য কংগ্রেসের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্বের পরিণতি।কংগ্রেস দল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছে। (আরও পড়ুন: সেন্ট মার্টিন, রাখাইন করিডোর জল্পনার মাঝে বাংলাদেশে পা US বাহিনীর! কী বলছে ভারত?)
আরও পড়ুন: 'শুধু বাংলাদেশ কেন, সেভেন সিস্টারেরও বন্দর চট্টগ্রাম', হঠাৎ যেন সুর বদল ঢাকার!
সোনা পাচার কাণ্ডে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে গ্রেফতারের পর এই মামলায় নাম জড়ায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর। এই বিষয়টির তদন্ত করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা ব্যবহার করা হয়েছে রান্যা রাওয়ের ক্রেডিট কার্ডের বিল শোধ করার জন্য। মন্ত্রীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চালিয়েছে চালিয়েছে ইডি। গত পাঁচ বছরের আর্থিক রেকর্ড খতিয়ে দেখা হয়। যদিও মন্ত্রীর দাবি, তিনি সমস্তটাই সহযোগিতা করছেন। (আরও পড়ুন: মাকে তালাক দিয়েছিল বাবা, পাক গুপ্তচর তোফায়েল শরিয়ত চালু করতে চাইত ভারতে)
আরও পড়ুন: ক্ষমতার ভরকেন্দ্র টিকে থাকার শেষ মরিয়া চেষ্টা? বাংলাদেশ সেনাকে বার্তা হাসনাতের
আরও পড়ুন: অপারেশন সিঁদুরে অবদান, সেই মহিলা অফিসারের চাকরির নিশ্চয়তা নেই! বড় নির্দেশ SC-র