বাংলা নিউজ > ঘরে বাইরে > দিল্লির পাশাপাশি হনুমান জয়ন্তীতে উত্তপ্ত অন্ধ্র, কর্ণাটকও! হিংসায় জখম বহু
পরবর্তী খবর
দিল্লির জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে তুমুল অশান্তি বেঁধেছিল শনিবার। দুই সম্প্রদায়ের সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন। জানা গিয়েছে, দিল্লির পাশাপাশি দক্ষিণের অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকেও সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধে হনুমান জয়ন্তী ঘিরে। দুই দক্ষিণী রাজ্যেই এর আগে রাম নবমী ঘিরে সংঘর্ষ বেঁধেছিল। এবার হনুমান জয়ন্তীর মিছিল ঘিরেও অশান্তির খবর সামনে এল এই দুই রাজ্য থেকে।