বাংলা নিউজ > ঘরে বাইরে > Justin Trudeau on Indian 'Agents': কেন ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরল কানাডার? আরও গুরুতর অভিযোগ খোদ ট্রুডোর
পরবর্তী খবর
খলিস্তানি জঙ্গি খুন ইস্যুতে কানাডা সরকারের অবস্থানে তিতিবিরক্ত ভারত। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতে অবস্থিত কানাডা হাইকমিশন থেকে উচ্চপদস্থ ৬ কানাডিয়ান কূটনীতিককে এই আবহে দেশ ছাড়তে বলে সময়সীমা বেঁধে দিয়েছে দিল্লি। এহেন পরিস্থিতিতে এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি ভারতের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর বক্তব্য, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে ভারতীয় এজেন্টরা যে জড়িত, তার প্রমাণ রয়েছে পুলিশের কাছে। তবে এই নিয়ে তদন্তের জন্যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হলেও তারা সাড়া দেয়নি। (আরও পড়ুন: সত্যি পান্নুন খুনের ছকে জড়িত এক ভারতীয়? এবার আমেরিকায় ভারতীয় তদন্তকারী দল)