ঘটনা এমরয় হার্নানডেজ ভালাডেজকে ঘিরে। তাঁকে ১ কোটি ৮৮ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের স্টেট কোর্ট।
জনসন অ্যান্ড জনসন ঘিরে বড়সড় অভিযোগ।(প্রতীকী ছবি)
শিশুদের প্রসাধনী প্রস্তুতকারক সংস্থা হিসাবে জনসন অ্যান্ড জনসনের নাম সর্বজন বিদিত। এদিকে, এই সংস্থার বিরুদ্ধে উঠল বড়সড় অভিযোগ। প্রায়সই শিশুদের নানান প্রসাধনীর মধ্যে উঠে আসে এই সংস্থা নির্মিত পাউডারের নাম। আর সেই সংস্থাকেই এবার এক ব্যক্তিকে ১ কোটি ৮৮ লাখ ডলারের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে নির্দেশে। নেপথ্যে রয়েছে ক্যানসারের মতো মারণ রোগের ঘটনা।
ঘটনা এমরয় হার্নানডেজ ভালাডেজকে ঘিরে। তাঁকে ১ কোটি ৮৮ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের স্টেট কোর্ট। ভালাডেজের দাবি ছিল, তিনি মেসোথ্যালিয়োমা আক্রান্ত হয়েছিলেন এই বেবি পাউডারের জেরে। প্রসঙ্গত, মেসোথ্যালিয়োমা এক প্রকারের ক্যানসার। তাঁর দাবি, জনসন অ্যান্ড জনসন পাউডার থেকে তাঁর এই মারণ রোগ এসেছে। তাঁর ক্যানসারের কারণ হিসাবে তিনি জনসন অ্যান্ড জনসনকে দায়ী করেছেন।
সেই অভিযোগ ঘিরে, এই নির্দেশ আসে কোর্টের তরফে। উল্লেখ্য, আমেরিকায় ১০ হাজারেরও বেশি অভিযোগ জমা হয়েছিল এই সংস্থার বিরুদ্ধে। এই সংস্থার প্রস্তুত করা ট্যালকম পাউডার ঘিরে যাবতীয় মামলার নিষ্পত্তি করতে হবে দ্রুত। এমনই বার্তা দিয়েছে কোর্ট। এদিকে, জনসন অ্যান্ড জনসন অ্যান্ড সম্পর্কিত মামলা ঘিরে ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের স্টেট কোর্টের রায়ে স্বাস্থ্য ক্ষেত্র বিষয়ে বেশ কিছু নতুন দিক আসতে থাকবে।
তাদের প্রস্তুত করা কোনও পণ্য থেকে ক্যানসার ছড়ায়, এমন ধারণা অস্বীকার করেছে জনসন অ্যান্ড জনসন। তাদের দাবি, এটা সম্পূর্ণ সুরক্ষিত এবং অ্যাসবেস্টস-মুক্ত। সংস্থা দাবি করছে, গোটা বিশ্বে জুড়ে অসংখ্য মানুষের উপরে পরীক্ষা করে দেখা গিয়েছে এই পণ্যগুলি সুরক্ষিত। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা তাদের পণ্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে তারা প্রমাণ দিতে প্রস্তুত। উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও, জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে নানান ঘটনা ঘিরে অভিযোগ উঠে আসে। ফলে সেই জায়গা থেকে এই মামলা খুবই প্রাসঙ্গিক।