কণিষ্ক সিংহারিয়া
মন্দির চত্বরে রিল বানিয়ে মহা বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের এক তরুণী। ৩০ সেকেন্ডের ওই ইনস্টা রিলকে ঘিরে একেবারে শোরগোল পড়়ে যায়। মধ্যপ্রদেশের হোম মিনিস্টার নরোত্তম মিশ্র ওই তরুণীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ছাতারপুর জেলার একটি মন্দির চত্বরে তিনি ওই রিল বানিয়েছিলেন বলে অভিযোগ। সেখানে চটুল হিন্দি গান বাজছিল।
মন্ত্রী টুইটারে লিখেছেন, মন্দির চত্বরে ওই আপত্তিকর ভিডিয়ো করার অভিযোগে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে একটি এফআইআর করা হয়।
এদিকে নেহা মিশ্র নামে ওই তরুণী সোশ্য়াল মিডিয়া থেকে ওই ভিডিয়োটি মুছে ফেলেছেন। কিন্তু তাতেও রেহাই নেই। বজরং দল এনিয়ে আপত্তি জানিয়েছে। পিটিআই সূত্রে খবর, মুন্নি বদনাম হুই এই জনপ্রিয় গানের সুরে ভিডিয়ো তোলা হয়েছিল। আর সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল ইনস্টা সহ নানা প্লাটফর্মে।
মন্ত্রী জানিয়েছেন, যেভাবে নেহা পোশাক পরেছিলেন, ভিডিয়ো তুলেছিলেন, সেটা খুব আপত্তিকর। আমি আগেই এনিয়ে আপত্তি জানিয়েছিলাম। এই ধরনের ক্ষেত্রে এফআইআর করার নির্দেশ দিয়েছিলাম। সেই সতর্কতা সত্ত্বেও তিনি এটা করেছেন।
এদিকে ভিডিয়োকে ঘিরে বিতর্ক শুরু হতেই ফের নেহা অপর একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে আবার তিনি ক্ষমা চান। সেখানে তিনি বলেছেন, মন্দিরে এটা করা আমার ঠিক হয়নি। কাইকে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাইছি। আমি ভগবানকে নিয়ে কোনও কটূ কথা বলিনি। আমি তো খুন করিনি। ক্রাইমও করিনি। শুধু ভিডিয়ো আপলোড করেছি। তবুও ক্ষমা চাইছি। এভাবেই ক্ষমা চেয়েছেন তিনি।